*চলে গেলেন গোঘাটের ভাবাদিঘি আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারী অঞ্জন রায়*।

Bangla circle news

*চলে গেলেন গোঘাটের ভাবাদিঘি আন্দোলনের অন্যতম প্রধান কান্ডারী অঞ্জন রায়*।

মৃত্যু শয্যায় শুয়ে মৃত্যুর আগে  পরিবারের সদস্য থেকে শুরু করে আন্দোলনকারীদের জানিয়ে গেছেন, দিঘি বাঁচাতেই হবে। কোনভাবেই দিঘির উপর দিয়ে রেলপথ যেন তৈরি না হয়। আর তাঁর সেই নির্দেশকে পাথেয় করেই আন্দোলন চালিয়ে নিয়ে যেতে চান অন্যান্য আন্দোলনকারীরা। তেমনটাই জানালেন তাঁরা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অঞ্জনবাবু। সম্প্রতি তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসা করিয়েও তেমন কোন  উপশম হয়নি। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে তিনি চরম সিদ্ধান্ত নিয়েছিলেন। সোমবার তাঁর নিজের বাড়ি থেকেই গলায় ফাঁস লাগানো ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে এই ঘটনায় ভাবাদিঘি  আন্দোলন কোনভাবেই কমজোরি হবে না বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তাঁরা জানান, অঞ্জনবাবুর ছবি সামনে রেখেই তাঁরা আগামী দিনে আরও জোরদার আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন। তাঁরা বলেন, সমস্ত মানুষের স্বার্থেই, দিঘি বাঁচিয়ে দ্রুত রেলপথ তৈরি করা হোক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *