অর্ডার এসে যাওয়া সত্ত্বেও আমাদেরকে নিয়োগ করা হচ্ছে না’–এই দাবি তুলে আজ জেলাশাসকের দরবারে আন্দোলনে নামলেন ‘স্বনির্ভর গোষ্ঠী ট্রেনার অ্যাসোসিয়েশন’
তন্ময় নন্দী, বাঁকুড়া
পশ্চিম বাংলার বিভিন্ন কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে স্বনির্ভর গোষ্ঠী। এই স্বনির্ভর গোষ্ঠীতে অন্তর্ভুক্ত মহিলারা যাতে যথাযথ প্রশিক্ষণ নিয়ে সার্বিক উন্নতি মূলক কাজে ব্রতী হতে পারে তার জন্য নিয়োগ করা হয়েছিল ‘স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণ গোষ্ঠীর’। মূলত বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পর্যাপ্ত পরিমাণে প্রশিক্ষণ দেওয়ায় ছিল তাদের মূল কাজ। কিন্তু দেখা যাচ্ছে সরকারি গ্যাঁড়াকলে দীর্ঘ চার বছর ধরে এই মহিলারা কর্মহীন।সরকারিভাবে খুব সামান্য পারিশ্রমিকে এই কাজ তারা করতেন। বর্তমান পরিস্থিতিতে সরকারিভাবে তাদের কাজে নিয়োগ করার অর্ডার চলে আসলেও তাদেরকে কাজে নিয়োগ করা হচ্ছে না। বারংবার তাদের সমস্যার কথা একাধিক প্রশাসনিক তরে জানানো হলেও সমস্যার কোন সমাধান সূত্র মেলেনি। তাই তারা আজকে সংঘবদ্ধভাবে বাঁকুড়া জেলাশাসকের অফিসের সামনে আন্দোলনে সামিল হলেন। তাদের যেটা মূল দাবি সরকারি নির্দেশিকা অনুসারে তাদেরকে তাদের কাজ ফিরিয়ে দিতে হবে। যদি তাদের সমস্যার দ্রুত কোনো সমাধান না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
Leave a Reply