পুরুলিয়ার চেলিয়ামার পাথরখুনিয়া মোড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনা,দুর্ঘটনায় যুবকের মৃত্যু!

Bangla circle news

পুরুলিয়ার চেলিয়ামার পাথরখুনিয়া মোড়ে ভয়াবহ বাইক দুর্ঘটনা,দুর্ঘটনায় যুবকের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদন:-

বুধবার সন্ধ্যায় পুরুলিয়ার রঘুনাথপুর ২নম্বর ব্লকের অন্তর্গত চেলিয়ামার পাথরখুনিয়া মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুইজন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি মোটর বাইকে করে ঝাড়খণ্ডের করমাটাড় এলাকার তিনজন বাসিন্দা একটি মোটর বাইকে করে চেলিয়ামার দিকে আসার সময় চেলিয়ামা- পুরুলিয়া রাস্তায় পাথরখুনিয়া মোড়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটর বাইকটি একটি গাছে ধাক্কা মারে। তখন তিন জনেই রক্তাক্ত অবস্হায় ছিটকে পড়েন। স্হানীয়রা পুলিশে খবর জানালে রঘুনাথপুর থানার পুলিশ তাদের স্হানীয় চেলিয়ামার বাঁন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি গুরুতর আহত দুজনের চিকিৎসা শুরু হয়। পুলিশ তাদের মোবাইলের মাধ্যমে তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *