ভোটের পর ভোট পরব পেরিয়ে গেলেও জল সমস্যা সমাধান আজও হলো না,খাদ্য প্রতিমন্ত্রী জোসনা মান্ডির গাড়ি আটকে অভিযোগ গ্রামবাসীদের
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
বাঁকুড়া জেলায় পানীয় জলের সমস্যা আজকের নয় এই সমস্যার দীর্ঘদিনের কোথাও কল আছে তো জল নেই কোথাও আবার জল আছে তো পান করার অযোগ্য। পানীয় জল না পান করতে পেয়ে খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ি আটকে অভিযোগ বাঁকুড়ার সিমলাপাল জগদীশপুরে। খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন জানতে পারা যায় দিদির দ্রুত কর্মসূচিতে বেরিয়েছিলেন আর গ্রামবাসীরা দেখতে পেয়ে গাড়ি আটকে সামনা সামনি অভিযোগ জানান গ্রামবাসীরা, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা এলাকায় বারবার প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সূরা মেলেনি অভিযোগ মন্ত্রীর কাছে। গ্রামবাসীদের সব অভিযোগ শুনে মন্ত্রীর আশ্বাস দুদিনের মধ্যেই জল পৌঁছে যাবে গ্রামে, এমনটাই গ্রামবাসীদের বলে গেলেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে গ্রামবাসীরা এমনটাই জানালেন।আজ কর্মসূচিতে আসেন সিমলাপাল ব্লকের সিমলাপাল অঞ্চলে বিভিন্ন গ্রামে। তেমনি সিমলাপালের জামিরডিয়া গ্রাম থেকে কর্মসূচি সেরে মন্ত্রীর গাড়ি এগিয়ে চলেছিল মাসাতখাল হাই স্কুলের দিকে মাঝখানে জগদীশপুর গ্রামের গ্রামবাসীরা মন্ত্রীর গাড়ি আটকে অভিযোগ করেন, আমাদেরকে একটু জল দেন আমাদের দীর্ঘদিনের জলের সমস্যা। পানীয় জলের সমস্যা নিয়ে এখন দেখার গ্রামবাসীদের অভিযোগ মন্ত্রীর আশ্বাস কত তাড়াতাড়ি পূরণ হয় নাকি ওই এলাকা থেকে চলে যাবার জন্য গ্রামবাসীদের সান্তনা করে গেলেন।
Leave a Reply