কেন্দ্রীয় বাজেট জনমুখী, রাজ্যের বাজেট জনগন বিমুখী। প্রধানমন্ত্রীকে খোলা চিঠি জেলা বিজেপির। আর চিঠি নিয়ে সরগরম বাঁকুড়ার রাজনীতি
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
পঞ্চায়েত ভোটের পূর্বে রাজ্যে শাসক বিরোধী তরজা তুঙ্গে। একাধিকবার কেন্দ্র-রাজ্যের দিকে এবং রাজ্য কেন্দ্রের থেকে একাধিক ইস্যু নিয়ে বারংবার আঙ্গুল তুলছে। এরই মধ্যেখানে তাদের দলমত অবস্থান নিয়ে অনেকবার একে অপরের বিরুদ্ধে সুর চড়াতেও দেখা গেছে।
আজ বাঁকুড়া জেলা বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় বাজেট জনমুখী এবং রাজ্য সরকারের বাজেট সম্পূর্ণভাবে জনবিমুখী এই দুই কথা খোলা চিঠির মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানানো হলো। বিজেপির দাবি কেন্দ্রের সরকার যে বাজেট পেশ করেছে তা জনগণের জন্য সার্বিকভাবে উন্নয়নমূলক এবং সমাজের সব স্তরের মানুষের কথা ভাবা হয়েছে সেই বাজেটে। কিন্তু রাজ্যের সরকার যে বাজেট পেশ করেছে তা সম্পূর্ণভাবে জনবিমুখী এবং সাধারন মানুষের কথা না ভেবেই এই বাজেট তারা পেশ করেছে। আজ বাঁকুড়া জেলার নতুনগঞ্জ বিজেপি পার্টি অফিসে একটি সাংবাদিক সম্মেলন করে এই চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে পেশ করা হলো। বিজেপির আরো যেটা দাবি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাদের মাটি যথেষ্টই শক্ত জনগণের রায় তাদের পক্ষেই হবে। রাজ্যের শাষক দল আগের পঞ্চায়েত ভোটের মতো জোরপূর্বক ভোট দখল করতে যাতে না পারে তার জন্য তারা তৈরি।
বিজেপির এই ধরনের পদক্ষেপকে তীব্র কটাক্ষ করেছে তৃনমূল নেতৃত্ব তালডাংরার তৃণমূল বিধায়ক অরুপ চক্রবর্তী জানান, বিজেপি যদি দাবি করে কেন্দ্রের বাজেট জনমুখী তাহলে রান্নার গ্যাসের এবং পেট্রোলের দাম বাড়াচ্ছে কেন? কেন একশো দিনের কাজের টাকা আটকে রাখছে? পঞ্চায়েত ভোটে তাদের জোর খাটানোর প্রয়োজন নেই তা মানুষ এমনিই তাদের পক্ষে রায় দেবে যা গত পৌরভোটেই বুঝিয়ে দিয়েছে।
তবে বিষয় যাই হোক না কেন জেলা বিজেপির এই ধরনের পদক্ষেপ কে ঘিরে রাজনৈতিক চাপানোতরে ফের সরগরম বাঁকুড়া জেলার রাজনীতি। পঞ্চায়েত ভোটের পূর্বে কেউ যেন কাউকে এক চুল জায়গা ছাড়তে নারাজ। এখন শুধু দেখার বিষয় এটাই আসন্ন ত্রিস্তরিয় পঞ্চায়ের নির্বাচনের রাজনৈতিক লড়াইে মানুষ কার পক্ষে রায় দেয়।
Leave a Reply