আবারো কি আদিম যুগ ফিরে আসছে? জঙ্গলে আগুণ লআগছে কীভাবে, গাছে গাছে ঘষে দাবানল উৎপন্ন হয়ে না কি অন্য কিছুর কারণে।
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
অন্যান্য বছরের তুলনায় এই বছর বিষ্ণুপুর ব্লকের পাঞ্চেত ডিভিশনে আগুন লাগার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। সিসিটিভি ড্রোন ক্যামেরাতে নজরদারি যত বাড়িয়েছে বনদপ্ত র আর সেই নজরদারি বাড়ানোর পর থেকেই আগুন লাগার প্রবণতা বেড়েছে বই কমেনি প্রশ্ন উঠছে বেশি নজরদারি থাকার জন্যই কি বেশি আগুনের উপদ্রব বাড়লো জঙ্গলে। অন্যান্য বছর এতটা পরিমাণ আগুন কিন্তু লাগেনি। অতিরিক্ত নজরদারিতে অতিরিক্ত আগুন লাগছে জঙ্গলে, মত এলাকার সাধারণ মানুষের।
বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার দুপুরের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বনদপ্তরের বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্ত্তী বলেন, তাঁরা সবসময় সদা সতর্ক আছেন। জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে। তবে এদিন মোটামুটি ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল বলে তিনি জানান।
Leave a Reply