বাঁকুড়ায় কয়েক মিনিটের কালবৈশাখী ঝড় বৃষ্টি সাথে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি
বাঁকুড়া জেলা জুড়ে কালবৈশাখীর ঝড় সাথে বৃষ্টি ও কোথাও কেমন শিলাবৃষ্টি দেখা গেল আজ বিকালে আজ বাঁকুড়ার কোতুলপুর ইন্দাস এলায় শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে এমনটাই খবর শিলাবৃষ্টির হাত থেকে রেহাই পেল না ঘরের চাল থেকে মাঠের ধান তিল শাক সবজি সহ বিভিন্ন ফসল শিলাবৃষ্টিতে বাধ গেলোনা কোন কিছুই কয়েক মিনিটের প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড এলাকা। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সোশ্যাল মিডিয়া জুরে শিলাবৃষ্টির ছবি হাতে নিয়ে বেশ ভালই মজার লক্ষ্য করা গেল যেন মনে হয় একেবারে বাঁকুড়ার কোতুলপুর ইন্দাসের আবহাওয়া বদলে গেল দার্জিলিং এর আবহাওয়া। তবে ধান চাষী থেকে সবজি চাষী দের কপালে একেবারেই চিন্তার ভাজ বিঘার পর বিঘার ধান গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি। কয়েক মিনিটে ঝড়-বৃষ্টি সাথে শিলাবৃষ্টি তছনছ এলাকা এই সময় আম গাছের আম একেবারে নষ্ট যে হারে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি কত লক্ষ টাকার যে হয়েছে তার পরিমাণ এখনো জানা যায়নি। তবে কিছুটা যে একেবারেই সর্বস্বান্ত হয়ে গেল তা আর বলাই বাহুল্য একই অনেক আলু চাষী ন্যায্য মূল্যে আলু ফসলের দাম পায়নি তার উপর লাগিয়েছিল বোরো ধান তাতেও শিলাবৃষ্টির কারণে নষ্ট হয়ে গেল। কি করে চালাবে সংসার ভেবে উঠতে পারছে না চাষীরা এখন সরকারের দিকে তাকিয়ে এলাকার মানুষ। এখন দেখার প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কিছু তার ক্ষতিপূরণ সরকারের কাছ থেকে পাই কিনা এখন সেটাই দেখার বিষয়।
Leave a Reply