পথশ্রী উদ্বোধনের দিনেই রাস্তার সমস্যা নিয়ে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের, দেখালেন বিক্ষোভ ঘটনা হুগলির গোঘাট এলাকায়।

Bangla circle news

পথশ্রী উদ্বোধনের দিনেই রাস্তার সমস্যা নিয়ে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের, দেখালেন বিক্ষোভ ঘটনা হুগলির গোঘাট এলাকায়।

বৃষ্টি হলেই জল জমে প্লাবিত হয়ে পড়ে এলাকা। এলাকার নিকাশী ব্যবস্থা সংস্কার করার জন্য বার বার আবেদন করলেও কোনো কাজ হয়নি। ফলত আসন্ন পঞ্চায়েতে ভোট বয়কটের ডাক দিলেন গোঘাটের মান্দারন পঞ্চায়েতের নলডুবি শিবতলা এলাকার প্রায় শতাধিক ভোটার।

তাদের মতে,এলাকার জল নিকাশীর জন্য আগে নিকাশী নালা ছিল। কিন্তু তৃনমুল ক্ষমতায় আসার পর সেই নালা জবরদখল করে তা বন্ধ করে দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকেই বৃষ্টি হলেই জল জমে যায় এলাকায়। চরম দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীকে। এলাকাবাসীর আরো দাবী,স্থানীয় এলাকায় মাটীর বাড়ির সংখ্যা বেশী। ফলত জমা জল মাটীর বাড়ির চরম ক্ষতি করে। এই নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন,শাসকদলের স্থানীয় নেতা নেত্রীদের কাছে দীর্ঘদিন ধরে আবেদন নিবেদন করেও কোনো কাজই হয়নি। তাই ক্ষুব্ধ গ্রামবাসীরা এবার ভোট বয়কটের ডাক দিয়েছেন। তাদের দাবী আগে জল নিকাশী ব্যবস্থা পরে ভোট। এই দাবী তুলেছে তারা। যদিও পরিস্থিতি দ্রুত সমাধানের আস্বাস দিয়েছেন…..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *