আদিবাসী কুর্মি সমাজ নিজেদের অধিকারের দাবীতে অনড় সকাল থেকেই পথ অবরোধ।
তনময় নন্দী–ঝাড়গ্রাম
আগামী ৫ ই এপ্রিল ডহর চেঁকা বা রেইল অবরোধের ডাক দিয়েছে আদিবাসী কুর্মি সমাজ। শনিবার ১২ ঘন্টার প্রতীকী অবরোধ তারই শুভ সূচনা বলে জানা গিয়েছে। ঘাগর ঘেরা আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে শনিবার পহেলা এপ্রিল ঝালদা থেকে কলকাতা শিয়ারা দপ্তর সাইকেল নিয়ে এক প্রতিনিধি দল যাবে তাদের অভিযোগ নিয়ে। এই ঐতিহাসিক সাইকেল অভিযানকে কেন্দ্র করে আজ বাঁকুড়া ঝাড়গ্রাম ন নম্বর রাজ্য সড়কের হরিণ টুলি এলাকায় অবরোধের মাধ্যমে ঘাগরঘেরার শুভ সূচনা হলো। আগামী পাঁচ দিন কোথায় কখন কবে কি ভাবে চলবে তাদের কর্মসূচি দেখুন।
আজ ১) পুরুলিয়া জেলায় পাঁচ শহীদের মূর্তিতে মাল্যদান করে “ঘাঘর ঘেরা” আন্দোলনের সূচনা করা হবে ১লা এপ্রিল ২০২৩।
২) ৮১ গোষ্ঠীর সাইকেল আরোহী পুরুলিয়া থেকে করম ডাল নিয়ে চার জেলা পরিক্রমা করে রওনা হবেন কলকাতা CRI দপ্তর ঘেরাও ও করম ডাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে।
৩) আজ ২০২৩ চার জেলার নির্দিষ্ট কয়েকটি জায়গাতে সকাল ০৬:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে।
পুরুলিয়াঃ- লালপুর মোড়।
💥বাঁকুড়াঃ- রাইপুর, সিমলাপাল।
💥ঝাড়গ্রামঃ- সারদা বিদ্যাপীঠ ঝাড়গ্রাম এন্ট্রি রাজ্যসড়ক, জাম্বনী মোড়।
💥পশ্চিম মেদিনীপুরঃ- শালবনী, পিড়াকাটা।
৪) আগামীকাল ২রা এপ্রিল ২০২৩ তারিখ মাননীয় জেলাশাসকের অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ঘেরাও।
৫) কুড়মী ডেভেলপমেন্ট বোর্ডের অফিস ঘেরাও।
৬) জঙ্গলমহলের নির্বাচিত জনপ্রতিনিধিদের ঘেরাও।
🔥৭) ২রা এপ্রিল ২০২৩ চার জেলার অবরোধের নেতৃত্বের সম্বর্ধনা। মিলিত বৈঠক ও রাত্রিযাপন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে।
💥৮) সোমবার ৩ রা এপ্রিল ২০২৩ ঝাড়গ্রাম জেলার লোধাশুলিতে চার জেলার প্রতিনিধিদেের ও আন্দোলন কারীদের সম্মিলিত ভাবে জাতীয় সড়ক সকাল ০৬:০০ টা থেকে সন্ধ্যা ০৬:০০ টা পর্যন্ত অবরোধ। এবং কলকাতা CRI অফিস ঘেরাও এর উদ্দেশ্যে রওনা হওয়া সাইকেল আরোহীদের সম্বর্ধনা।
🔥৯) মঙ্গলবার ৪ঠা এপ্রিল ২০২৩ গরাম পূজা সমাপন পূর্ব্বক গরামের আর্শীবাদ নিয়ে খেমাশুলিতে অনির্দিষ্টকালীন জাতীয় সড়ক (NH-6) অবরোধ।
🔥১০) বুধবার ৫ই এপ্রিল ২০২৩ থেকে সারা জঙ্গলমহল জুড়ে অনির্দিষ্টকালের অবরোধ আন্দোলন, আমরন লড়াই শুরু হবে বলে জানা গেছে বিশেষ সূত্র থেকে।
Leave a Reply