বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হসপিটালে বাথরুমের জল ঢুকে হাবুডুবু রোগীদের অবস্থা। এর জন্য দায়ী কে?
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
শৌচাগারের জল উপচে পড়ে ঢুকে পড়ছে ওয়ার্ডে, চরম সমস্যায় বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি থাকা রোগী থেকে তাঁদের আত্মীয়রা। অভিযোগ বিজেপির। শনিবার সকালে ঐ ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন ঐ দলের নেতা কর্মীরা।
বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি নীরজ কুমারের দাবি, এই হাসপাতালের পঞ্চম ও প্রথম তলায় শৌচাগারের জল উপচে পড়ে ওয়ার্ডে ঢুকে পড়েছে। পরিস্কার হয়নি। হাসপাতালের সাফাই কর্মীরা কোন কাজ করেননি। তৃণমূল নিজেদের লোকেদের ঐ পদে ঢুকিয়েছে। রোগীর আত্মীয়রা প্রতিবাদ করতে গেলে তাদের ধমক দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
রোগী ও তাঁদের আত্মীয়রাও বিজেপির সূরে সূর মিলিয়েছেন। তাঁদের দাবি শৌচাগারের জল ঢুকে পড়েছে ওয়ার্ডে। ফলে অনেকেই আগাম ছুটি নিয়ে বাড়ি চলে যাচ্ছেন বলে তাঁরা জানান।
হাসপাতালের ইনচার্জ শিবম কুমার লাহা’র দাবি, পাইপ লাইনে ‘জ্যাম’ হয়ে গেছলো, আর তা পরিস্কার করতে গিয়েই সমস্যা হয়েছে। তবে দ্রুততার সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
Leave a Reply