সিপিএমের দেয়াল লেখন কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা হুগলির গোঘাট, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন।

Bangla circle news

সিপিএমের দেয়াল লেখন কে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা হুগলির গোঘাট।

হুগলির গোঘাটে সিপিআইএম কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে

দেওয়াল লেখাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা হুগলির গোঘাটে।
সিপিএম কর্মীদের বেধড়ক মারধর করার অভিযোগ তৃনমুলের বিরুদ্ধে।
যদিও সিপিএমের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ শাসকের।
ঘটনাস্থলে গোঘাট থানার বিশাল বাহিনী।
আহত উভয়পক্ষের ১০-১২ জন।
ঘটনার সূত্রপাত, দেওয়াল লেখাকে কেন্দ্র করে।
শনিবার গোঘাটের কামারপুকুর এলাকায় দেওয়াল লিখন করতে যায় সিপিএম কর্মী সমর্থকরা।
অভিযোগ, সেই সময় বেশ কিছু তৃনমুল কর্মী তাদের দেওয়াল লিখনে বাধা দেয়।
তার পর শুরু হয় বচসা।
সেখানেই বাঁশ, লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
শুধু তাই নয়, আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীন হাসপাতালে চিকিৎসা করাতে গেলে, সেখানেও দ্বিতীয় দফায় হামলা চালায় বলে অভিযোগ।
হাসপাতাল চত্বরেও লাঠি বাঁশ দিয়ে হামলা চালায়।
আক্রান্ত হয় বেশ কিছু সিপিএম কর্মী।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী।
যদিও শাসকের বিরুদ্ধে উঠা অভিযোগ অস্বীকার করা হয়েছে।
তৃনমুলের দাবি, তাদের দেওয়াল লেখা মুছে দেওয়াল লেখার প্রতিবাদ করায় পাল্টা তৃনমুল কর্মীদের কে মারধরের অভিযোগ শাসকের।
একদিকে রয়েছে দলীয় কার্যালয়ে সিপিএমের জমায়েত অন্যদিকে পাল্টা জমায়েত করে তৃণমূলের স্লোগান।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা কামারপুকুর এলাকায়।
ঘটনায় আহতদের বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হুগলির গোঘাটের কামারপুকুর থেকে সন্তোষ সাঁতরার রিপোর্ট।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *