দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন এলেন বাঁকুড়ার রায়পুরে জেলা শাসক কে রাধিকা আয়ার
তন্ময় নন্দী,রাইপুর,বাঁকুড়া
১লা এপ্রিল শনিবার সারা রাজ্যে ষষ্ঠবারের জন্য শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্প। এবার দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে বুথ বুথে। মূলত সাধারণ মানুষের কাছে সরকারি পরিসেবা পৌঁছে দিতেই এবার বুথে বুথ এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। আজ রাইপুর ব্লকের বনগড়াতে একটি মোবাইল ক্যাম্পের আয়োজন করা হয় সেখানে আসেন বাঁকুড়া শাসক কে রাধিকা আইয়ার। তিনি এসেই সরকারি আধিকারিকদের কাছে খোঁজ নেন
সাধারণ মানুষ সব ধরণের সরকারী পরিষেবা পাচ্ছেন কিনা এবং যদি কোনো সাধারণ মানুষ কোনো পরিষেবা না পেয়ে থাকে সেগুলোকে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার কথা বললেন।
এছাড়া ও উপস্থিত ছিলেন মহকুমা শাসক স্নেহা বন্দোপাধায়, রাইপুরের বিডিও রঞ্জন সর্দার, রাইপুরের এডিএ তথাগত নাথ।
সাধারণ মানুষের অভিযোগ তারা এর আগেও দুয়ারে সরকার ক্যাম্পে তাদের নথিপত্র জমা দিলেও এখনো পর্যন্ত সেভাবে সুবিধা প্রাপ্ত হননি। তাই তারা আবারো জমা দিতে এসেছেন কিছু সুবিধা পাওয়ার আশায়।
Leave a Reply