অখিল ভারত হিন্দু মহাসভা
মহাসমারোহে শুভ রামনবমী পালন করল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের অন্যতম উৎস হলো রামনবমী সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র এবং বিশ্বাস অনুসারে ভগবান রামের জন্ম তিথিকে রামনবমী হিসাবে পালন করা হয় এ প্রসঙ্গে উল্লেখ করতেই হয় বীরভূম জেলার নলহাটি বিধানসভার অন্তর্গত রুদ্রনগর এবং বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার অন্তর্গত গঙ্গাজলঘাটি ব্লকের কথা এখানে বহু সনাতনী হিন্দু মানুষ কাঁসরঘন্টা শঙ্খধ্বনি ঢাক বাদ্য এর মাধ্যমে অত্যন্ত সুসংহত মাধুর্য পূর্ণরূপে উৎসব পালন করেন এই দুই জেলার নেতাদের তত্ত্বাবধানে পদ্ধতির মাধ্যমে অত্যন্ত সুসংহত ও মাধুর্যপূর্ণ রূপে সেই উৎসব পালন করেন এই দুই জেলার শীর্ষ যুবনেতাদের তত্ত্বাবধানে পৌঁছান স্থানীয় প্রশাসনিক তৎপরতা ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সমর্পিত হয়ন দুই জেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে শ্রী দশরথ মন্ডল শ্রী শ্রীমন্ত ঘোষ মন্ডল শ্রী সীমন্ত ঘোষ বীরভূম জেলা তারক কর্মকার শ্রী তাপস কুন্ডু বাঁকুড়া জেলা
হিন্দুত্ববাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফেই শীর্ষ নেতারা তথা শ্রী জয়দীপ দত্ত সমীর বন্দ্যোপাধ্যায় শ্রী অসিম মহাপাত্র শ্রী সুমন মুন্সি সনাতনী হিন্দু সম্প্রদায়েরঅখিল ভারত হিন্দু মহাসভা
মহাসমারোহে শুভ রামনবমী পালন করল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মানব ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের অন্যতম উৎস হলো রামনবমী সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র এবং বিশ্বাস অনুসারে ভগবান রামের জন্ম তিথিকে রামনবমী হিসাবে পালন করা হয় এ প্রসঙ্গে উল্লেখ করতেই হয় বীরভূম জেলার নলহাটি বিধানসভার অন্তর্গত রুদ্রনগর এবং বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভার অন্তর্গত গঙ্গাজলঘাটি ব্লকের কথা এখানে বহু সনাতনী হিন্দু মানুষ কাঁসরঘন্টা শঙ্খধ্বনি ঢাক বাদ্য এর মাধ্যমে অত্যন্ত সুসংহত মাধুর্য পূর্ণরূপে উৎসব পালন করেন এই দুই জেলার নেতাদের তত্ত্বাবধানে অত্যন্ত সুসংহত ও মাধুর্যপূর্ণ রূপে সেই উৎসব পালন করেন এই দুই জেলার শীর্ষ যুবনেতাদের তত্ত্বাবধানে , স্থানীয় প্রশাসনিক তৎপরতা ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান হয় ,দুই জেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে শ্রী দশরথ মন্ডল, শ্রী শ্রীমন্ত ঘোষ ( বীরভূম জেলা) তারক কর্মকার শ্রী তাপস কুন্ডু ( বাঁকুড়া জেলা )
হিন্দুত্ববাদী রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফে শীর্ষ নেতারা তথা শ্রী জয়দীপ দত্ত, সমীর বন্দ্যোপাধ্যায় ,শ্রী অসিম মহাপাত্র, শ্রী সুমন মুন্সি সনাতনী হিন্দু , রাজ্য প্রশাসন, সংবাদ মাধ্যমকে তাদের অকুন্ঠ সহযোগিতা জন্য জানাই অসংখ্য ধন্যবাদ ও শুভ রামনবমীর শুভেচ্ছা .

Leave a Reply