ডেবরার রামপুরা খালের ওপর হুড়মুড়িয়ে ধসল বহু প্রাচীন ব্রিজ !

Bangla circle news

ডেবরার রামপুরা খালের ওপর হুড়মুড়িয়ে ধসল বহু প্রাচীন ব্রিজ !

নিজস্ব প্রতিনিধি:-*

এই ব্রিজ বহু প্রাচীন। এলাকার বাসিন্দা দাশু গুছাইত বলেন, “১৯৮০-৮৫ সালে এই ব্রিজ তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে এর কোনও কাজ হয়নি। আমরা বিডিও, জেলা পরিষদ- কাউকে জানাতে বাদ রাখিনি। লিখিত অভিযোগও করি। সরকারের দৃষ্টি আকর্ষন করতে চেয়েছিলাম আমরা। কারণ, এই ব্রিজ সাত-আটটা গ্রামের যোগাযোগের পথ। এমনকী পিংলারও কিছু মানুষ এই ব্রিজ ব্যবহার করেন।” এলাকার লোকজন জানান, তাঁরা সতর্কতামূলকভাবে যান চলাচল বন্ধ রাখারও উদ্যোগ নেন।অভিযোগ, তারপরও কিছু ভারী গাড়ি অন্ধকারে যাতায়াত করত। সকালেও যেত তারা। এরপরই রবিবার ঘটে বিপত্তি। মুরগির খাবার নিয়ে একটি গাড়ি যাচ্ছিল, তাতেই এই ঘটনা ঘটে। এলাকার লোকজন জানান, এই ব্রিজ ব্যবহার করতে না পারলে এতগুলো গ্রামের ক্ষতি। শরীর খারাপ হলে কোনও রোগীর যাওয়ার পথটুকুও বন্ধ। খুব দ্রুত যেন নতুন ব্রিজ তৈরি হয়। নাহলে তাঁদের জীবনের ঝুঁকি দ্বিগুন হয়ে যাবে। ঘটতে পারে দুর্ঘটনাও।রবিবার সকাল ৯টা ১০টা নাগাদ গাড়ি যাচ্ছিল, সেই সময় পুরো হুড়মুড় করে ভেঙে পড়ে।”এ নিয়ে ডেবরার বিডিও শিঞ্জিনী সেনগুপ্ত বলেন, “শুনেছি এরকম ঘটনা ঘটেছে। ইরিগেশনের তৈরি করা ব্রিজ এটা। বহু পুরনো। মানুষের যাতে এখন কোনও সমস্যা না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে ব্লক ও অঞ্চলের তরফে সারাই করিয়ে দিচ্ছি। আজই সেটা হচ্ছে। স্থায়ীভাবে যাতে এই সমস্যার সমাধান হয় তার জন্য সেচ দফতরকেও জানিয়ে রাখছি।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *