রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার কোতুলপুরে পথ অবরোধ

Bangla circle news

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদে বাঁকুড়ার কোতুলপুরে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির কর্মীদের

বাঁকুড়া–রঞ্জিত কুন্ডু:- রামনবমীর শোভাযাত্রাকে ঘিরে জেলায় জেলায় অশান্তির প্রতিবাদে বাঁকুড়া জেলায় প্রবল বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি কর্মী সমর্থকরা। গত দুইদিন ধরে রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তির বাতাবরন সৃষ্টি হয়েছে সারা পশ্চিমবঙ্গ রাজ্যে জুড়ে। এরই প্রতিবাদে দিকে দিকে প্রতিবাদ কর্মসূচিতে শামিল হচ্ছে বিজেপি নেতা কর্মীরা। কোথাও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তো কোথাও চলছে পথ অবরোধ করে বিক্ষোভ,দিকে দিকে বিক্ষোভে উত্তপ্ত হয়েছে সারা বাংলা। আজ বিকেলে বাঁকুড়ার কোতুলপুরের চৌরাস্তাতে পথ অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হলেন বিজেপি নেতা কর্মীরা। সেখানে সম্মিলিত হয়ে প্রবল বিক্ষোভ দেখান তাঁরা,এমনকি পুলিশের সামনেও চলে বিক্ষোভ।বেশ কিছুক্ষণ ধরে চলে পথ অবরোধ তার যেরে ক্ষণিকের জন্য অবরুদ্ধ হয় যান চলাচল।বিক্ষোভকারীদের দাবী সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন মদতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হচ্ছে বিভিন্ন জেলা। আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অবিলম্বে এই অশান্তি বন্ধ না করা হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি।

বিজেপির এই ধরনের কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস,কোতুলপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী জানান,বিজেপি দু চারজন কর্মীদের নিয়ে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছি,তারা হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছে,মমতা ব্যানার্জি যে উন্নয়ন করে তা তাদের সহ্য হচ্ছে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *