তৃনমূলের জেলা কমিটি ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ বাঁকুড়ায়,স্বেচ্ছাচারিতার অভিযোগ বিধায়কের, ক্ষোভ একাধিক নেতার
তন্ময় নন্দী, বাঁকুড়া
তৃনমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার জেলা কমিটি ঘোষণা হতেই ক্ষোভ ছড়াল তৃনমূলের অন্দরে। দলের গোষ্ঠী দ্বন্দ চলে এল একেবারে প্রকাশ্যে। দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ অমান্য করে অযোগ্য ও অবাঞ্চিতদের কমিটিতে নেওয়া হয়েছে দাবী তুলে সরব হলেন দলেরই বিধায়ক। ক্ষোভ ছড়াল দলের অন্যান্য নেতাদের মধ্যেও।
গতকাল বাঁকুড়ার ওন্দায় সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা শেষ হতেই গতকাল সন্ধ্যায় ৭৭ জনের বাঁকুড়া সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করেন তৃনমূলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র। আর সেই ঘোষণা হতেই ক্ষোভ আছড়ে পড়ল দলের অন্দরেই। আজ সকালে তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী প্রকাশ্যেই জেলা কমিটি নিয়ে নিজের ক্ষোভ উগরে দেন। তাঁর দাবী দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ না মেনে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে বেশ কয়েকজন অবাঞ্চিত মানুষকে। বিরোধীদলের সাথে যোগাযোগ রেখে চলা ব্যাক্তিদেরও জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে বলে দাবী বিধায়কের। এ ব্যাপারে রিনি দলের জেলা সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যেই স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন। জেলা কমিটিতে সদস্য হিসাবে স্থান পাওয়া সদস্য কল্যাণ দে স্পষ্ট এই তালিকা অবৈধ বলে দাবী করেছেন। তাঁর দাবী এর পিছনে টাকা পয়সার লেনদেন থেকে থাকতে পারে। বিষয়টি নিয়ে তৃনমূলের জেলা সভাপতির দাবী কমিটি উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই হয়েছে। জেলা কমিটি নিয়ে দলের অন্দরের ক্ষোভকে কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।
Leave a Reply