ঝাড়গ্রাম জেলায় চলছে তাপপ্রবাহ, ক্রমশই বাড়ছে উষ্ণতার পারদ

Bangla circle news

ঝাড়গ্রাম জেলায় চলছে তাপপ্রবাহ, ক্রমশই বাড়ছে উষ্ণতার পারদ

তন্ময় নন্দী, ঝাড়গ্রাম

আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলবে। সেই মতো বৃদ্ধি পেয়েছে ঝাড়গ্রাম জেলার তাপমাত্রার পারদ। আজ বাংলার নববর্ষ আজ এখানকার তাপমাত্রা ঘোরাফেরা করছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই। বৃষ্টির সম্ভাবনা নেই, প্রবল গরমে নাজেহাল মানুষ। একদিকে চড়া রোদ আর অন্যদিকে গরমের তীব্র সাঁড়াশি আক্রমনে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। ঝাড়গ্রামে গতকালও তাপমাত্রা ৪১° সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। যার ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তাঘাটে লোকজনের সংখ্যা কমে যাচ্ছে। রাস্তাঘাট প্রায় শুনসান বললেই চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রা আরো বাড়বে, বইতে পারে লু, তাই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সর্তকতা জারি করা হয়েছে। প্রচন্ড গরমের ফলে জরুরি কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে বের হতে চাইছে না। আবার খুব প্রয়োজন ছাড়া একে বারে কেউ আসছেন বাড়ির বাইরে। যতই বেলা বাড়ছে ততই তাপমাত্রা বাড়ছে। প্রচণ্ড গরমে মানুষ কাহিল হয়ে পড়ছেন। প্রচন্ড গরমের ফলে সবচেয়ে বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্ক মানুষরা। তাপমাত্রা আরো ৫ ডিগ্রি বেশি হতে পারে বলে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে। যার ফলে চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা করছেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। যেভাবে গরম বাড়ছে তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *