বাংলা নববর্ষের প্রথম দিনে ই মন্দিরে মন্দিরে পূজা দিতে উপচে পড়া ভিড় আজ সকাল থেকে। তেমনি ছবি ধরা পরল বীরভূমের কঙ্কালীতলার মন্দিরে।
কাজী আমিরুল–বীরভূম
আজশুভ পয়লা বৈশাখ। শুরু হলো বাংলা ক্যালেন্ডারের নতুন বছর। গত বছরের সব দুঃখ ভুলে গিয়ে নতুন বছরে চাওয়া পাওয়া এই বছরে পূরণ হোক এই কামনা করে শুভ নববর্ষ১৪৩০। তাই সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন ধর্মস্থানে পুজো দেবার জন্য বহু মানুষ এই প্রখর রৌদ্রে দাঁড়িয়ে আছে সারি বদ্ধ ভাবে। উল্লেখ্য সেই রকমই চিত্র ধরা পরল সতীপীঠ ৫১ পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলাতে। একদিকে যেমন কঙ্কালীতলায় মেলা শুরু হয়েছে অন্যদিকে সেরকম শুভ নববর্ষের দিনে মানুষের ভিড় উপচে পড়ছে পুজো দেবার জন্য। কঙ্কালীতলা মন্দির পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতন এর উত্তর-পূর্ব কোপাই নদীর তীরে অবস্থিত। জানা যায় মন্দিরটি দেবী সতীর ৫১ টি শক্তিপীঠের মধ্যে একটি যেখানে মা সতীর কোমর পড়েছিল। সেই কারণে কঙ্কালীতলা মন্দির হিন্দু ধর্মের সবচেয়ে বিশিষ্ট মন্দিরের তালিকাভুক্ত। দেবী সতি হলেন মন্দিরের আধিপত্য দেবী। সতীর কোমর বা কঙ্কল এই স্থানে পড়েছিল বলে এর নাম হয় কঙ্কালীতলা। ।
বাংলা নববর্ষের প্রথম দিনে ই মন্দিরে মন্দিরে পূজা দিতে উপচে পড়া ভিড় আজ সকাল থেকে। তেমনি ছবি ধরা পরল বীরভূমের কঙ্কালীতলার মন্দিরে।

Leave a Reply