নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে নোটিশ লাগালো বিশ্বভারতী।।

Bangla circle news

নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে নোটিশ লাগালো বিশ্বভারতী।।

শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়িতে উচ্ছেদের নোটিশ লাগালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। কারণ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী অভিযোগ অর্মত্য সেন ১৩ডেসিবেল জমি দখল করে রেখেছেন। ১৯শে এপ্রিল অমর্ত্য সেনের জমি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে উল্লেখ করা আছে নোটিশে। উল্লেখ্য বিশ্বভারতী ১৩ ডিসিবেল জমি দখল করে আছেন অমর্ত্য সেন। সেই কারণে জমি ফেরত চেয়ে তিনবার নোটিশ পাঠায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই অবস্থায় অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত পিতা আশুতোষ সেনের উইল অনুযায়ী অমর্ত্য সেনের নামে ১.৩৪ জমি সম্পূর্ণ রেকর্ড করে দেয় বোলপুর ভূমি সংস্কার দপ্তর। এরপর বিশ্বভারতী কর্তৃপক্ষ ফের আইনি পদক্ষেপ এর জন্য হুঁশিয়ারি দেন অমর্ত্য সেনকে। যদিও এই মুহূর্তে তিনি এখন বিদেশে আছেন।

কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *