আজ পয়লা বৈশাখ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। এই নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকে রাজ্যজুড়ে সকল মন্দিরগুলিতে ভিড় ভক্তদের। দক্ষিণেশ্বর,কালিঘাট মন্দিরের মতোই বীরভূমের বক্রেশ্বরের শিব মন্দিরেও দেখা মিলল ভক্তসমাগম। বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে এবং পরিবারের মঙ্গলকামনার্থে সকাল থেকেই বক্রেশ্বর মন্দিরে পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন ভক্তরা। বক্রেশ্বর মন্দিরে সেবাইত ও পুরোহিত জানিয়েছেন,প্রচন্ড দাবদাহ থাকায় প্রতিবছরের তুলনায় এবছর ভক্তদের ভিড় অনেকটাই কম ।সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় থাকলেও বেলা বাড়তে বাড়তে সেই ভিড় কমে আসছে। নতুন বছরের এই পবিত্র দিনটিতে মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। বক্রেশ্বর ধাম শিব মন্দির, দেবী মহিষাসুরমর্দিনী দূর্গা মন্দির এবং ক্ষেত্রপাল বটুক ভৈরবের মন্দির এই তিনটি মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। সন্ধ্যা আরতির বিশেষ আয়োজন এবং ভোগেরও বিশেষ আয়োজন করা হয়েছে মন্দির কমিটির তরফ থেকে। পুরনো খারাপ স্মৃতিকে পিছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুনকে বরণ করে নিল বক্রেশ্বরবাসী।
বক্কেশ্বর থেকে মোহাম্মদ ফিরোজ রিপোর্ট বীরভূম


Leave a Reply