আবারো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক শালগাছ ভেঙে ঢুকে পড়ল জয়পুর জঙ্গলে দ্রুত গতিতে যাওয়া লরি, ঘটনায় আহত এক
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
জয়পুর থেকে বিষ্ণুপুর দিকে যাওয়ার পথে দ্রুত গতিতে যাওয়ার ফলে আজ দুপুর তিনটায় দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে জঙ্গলের মাঝে ঢুকে পড়ল লরি, ঘটনায় আহত এক ।সূত্রের খবর প্রচন্ড দাবদাহে রাস্তা ফাঁকা থাকার কারণে সেই রকম ভাবে দুর্ঘটনা ঘটেনি তা না হলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তবে গাড়ির গতিবেগ এতটাই ভয়াবহ ছিল যে একের পর এক গাছ ভেঙে জঙ্গলের ভিতরে ঢুকে যায় লরি। ওই এলাকা দিয়ে স্থানীয় মানুষজন যাবার পথে দেখতে পান আহত অবস্থায় গাড়ির ড্রাইভার লরিটিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে পড়ে রয়েছে সাথে সাথে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। তারপরে খবর দেয়া হয় জয়পুর থানা ও বিষ্ণুপুর থানায় কারণ দুর্ঘটনাটি ঘটেছে, জয়পুর ও বিষ্ণুপুর ব্লকের বর্ডার সংলগ্ন বিষ্ণুপুরের এলাকায় ।দুটি ব্লকের থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে কিভাবে ঘটল এই দুর্ঘটনা তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে বলেই জানতে পারা যাচ্ছে।

Leave a Reply