দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ,আগামী সপ্তাহে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছুটির বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Bangla circle news

দক্ষিণবঙ্গ জুড়ে চলছে তাপপ্রবাহ,আগামী সপ্তাহে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় ছুটির বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধ:-
রাজ্য জুড়ে চলছে তাপ্য প্রবাহ স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বেশি। বাঁকুড়ায় আজ ৪৩ ডিগ্রী তাপমাত্রা পুরুলিয়ায় আরো বেশি, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপ উপবাহ চলছে,এবার তাই এবিপি আনন্দের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন রাজ্যের দক্ষিণবঙ্গে যেভাবে দিনের পর দিন তাপ প্রবাহ বেড়েই চলেছে তাতে করে আগামী সপ্তাহ থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে তিনি জানান।তিনি বলেন স্কুল কলেজে ছোট ছোট ছেলেমেয়েরা যাতে করে স্কুল কলেজ যেতে গিয়ে সানস্ট্রোকের মত দুর্ঘটনা না ঘটে, তার জন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে, সরকারি বেসরকারি দক্ষিণবঙ্গের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি জরুরী ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করার নির্দেশ দেন বলেই তিনি জানান। তিনি বলেন সাধারণ মানুষকে প্রচন্ড রোদে বেরোতে বারন করেন এবং ঠান্ডা পানীয় আখের রস ডাবের জল ওআরএস ও ঘনঘন ঠান্ডা পানীয় জল বিশেষ করে নুন চিনির শরবত খাওয়ার নিদান দেন খুব জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে না বেরনাই ভালো বলেই তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *