আগামীকাল বাঁকুড়ার ওন্দাতে বিজেপির জনসভা,জনসভা করবেন শুভেন্দু অধিকারী তারই প্রস্তুতি তুঙ্গে

Bangla circle news

আগামীকাল বাঁকুড়ার ওন্দাতে বিজেপির জনসভা,জনসভা করবেন শুভেন্দু অধিকারী তারই প্রস্তুতি তুঙ্গে

নিজস্ব প্রতিনিধ:-
আগামীকাল বৈকাল তিনটার সময় জনসভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই শোভারস্থল ঘুরে দেখছেন বিরোধী দলের তথা বিজেপির নেতা নেত্রীরা। মাত্র কয়েকদিন আগে,সর্বভারতীয় তৃণমূলের তোকমা হারানো সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা ছিল তারই পাল্টা জনসভা করতে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একাধিক ভাষাতে বাঁকুড়ার ওন্দা জনসভা থেকে চাঁচা ছোলা ভাসায় আক্রমণ করেন এবং বিশেষ করে বিজেপি দলের নেতা-নেত্রীদের ১০০ দিনের টাকা নিয়ে ঘেরাও করারও নিধন দেন এবং অভিমানী নেতা ২০১৯ ও ২১ সালে ভোট না পাওয়ায় আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিলে কোন কিছুর সরকারি সুবিধা যে পাবেন না তা তিনি প্রকাশ্যে না বললেও আবভাবে বুঝিয়ে দিয়েছেন। শুধু বিজেপিকে আক্রমণ নয় একেবারেই ব্যক্তি কেন্দ্রিক বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁএর নাম করে তার ঘরের লক্ষী পালিয়ে যাওয়া নিয়ে কোটাক্ষ করেন। তিনি বলেন যে ঘরের লক্ষীকে আটকে রাখতে পারেন না সে আবার লক্ষীর ভান্ডার নিয়ে কথা বলে।
রাজ্যে যে হারে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, তার সাথেই শুরু হয়েছে অশ্লীল ভাষায় আক্রমণ করা রাজনীতি, যেন মনে হয় কে কত বেশি অশ্লীল ভাষা বলতে পারবে যেন কম্পিটিশন হচ্ছে? যে যত বেশি কুকথা বলতে পারবে সে তত বড় নেতা। যে বাংলা স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা সেই বাংলা ভাষায় এখন কটু কথার ফুলঝুরি নেতাদের মুখে মুখে।। এখন দেখা আগামীকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করতে আসছে বাঁকুড়ার ওন্দাতে, অভিষেকের কোথার পাল্টা জবাব কি দেয় বিরোধী দলনেতা নাকি? চুপচাপই থাকবেন। হালী রাজনীতি করা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোথার পরিপেক্ষিতে সৌমিত্র খাঁ দেবেন জবাব। এই মঞ্চ থেকে বিরোধী দলনেতা বাঁকুড়া জেলার মানুষকে কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে বাঁকুড়া জেলার মানুষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *