কি যুগ পড়লো,চোরকে চুরি করতে হলো গরমের চোটে সিলিং ফ্যান

Bangla circle news

ফের বীরভূমের জয়দেব কেন্দুলী পুলিশ ফাঁড়ির সবচেয়ে বড় সাফল্য

মোহাম্মদ ফিরোজ–বীরভূম
ফের কেন্দুলী ফাঁড়ির পুলিশের বড় সাফল্য,গত ১২ই এপ্রিল ২০২৩ রাত্রে জয়দেব কেন্দুলি গেস্ট হাউসের তালা ভেঙ্গে চুরি যায় দুটি ইলেকট্রিক সিলিং ফ্যান। চেষ্টা হুশের কেয়ারটেকার অশোক কুমার সাহা গেস্ট হাউস খুলে দেখেন তালা ভাঙ্গা। সঙ্গে সঙ্গে জয়দেব পুলিশ ফাঁড়িতে তিনি কমপ্লেন করেন। আইসি সাকিব সাহেবের নেতৃত্বে একটি টিম গেস্ট হাউস টি পরিদর্শন করেন এবং সিলিং ফ্যান চুরির ঘটনাটি তদন্তে নেমে পড়েন। মাত্র চার ঘণ্টার ব্যবধানে পুলিশ চোরসহ মাল রিকভারি করেন। সংবাদ সূত্রে প্রকাশ জয়দেব গ্রামেরই এক বাসিন্দা যুবক এই চুরির কাজের সঙ্গে যুক্ত ছিল। গেস্ট হাউস টি জনবহুল এলাকা থাকা সত্ত্বেও পাঁচির টপকে সকলের চোখের আড়ালে তালা ভেঙ্গে এই ফ্যান সেই চুরি করে। পুলিশ যুবকটিকে গ্রেপ্তার করে ইলামবাজার থানায় চালান করে এবং সেখান থেকে কোর্টে তোলা হয়। যুবককে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *