মৃত্যুর দু’বছর পরেও ফিরলেন পৃথিবীতে, কোভিডের বলি, হয়ে সাধ্য শান্তি ক্রিয়া-কলাপ হওয়ার পরও ফিরে এলেন কিভাবে
দেখুন ভাইরাল প্রতিবেদন:-
মৃত ব্যক্তিরা পৃথিবীতে ফেরে না কখনও’ লিখেছিলেন জীবনানন্দ। জীবনানন্দর কথা কেউ হার মানিয়ে দিল কমলেশ পতিদার। বাস্তবে কিন্তু সত্যিই কি তাই? গুজরাটের একটি ঘটনা কিন্তু মিথ্যা প্রমাণ করে দিল। মৃত ব্যক্তি দিব্বি ফিরে এলেন পৃথিবীতে, একেবারে সশরীরে। গুজরাটের এক হাসপাতালে কোভিড রোগী হিসেবে ভর্তি হয়েছিলেন, ‘মারা গিয়েছিলেন’ এবং তাঁর অন্ত্যেষ্টিও হয়ে গিয়েছিল। কিন্তু তিনি ফিরলেন। আত্মা বা ভূত-প্রেতের মতো সন্দিহান কোনও অস্তিত্ব নিয়ে নয়, ফিরলেন একেবারে সশরীরে। নাম তাঁর কমলেশ পতিদার। মৃত্যুর দু’বছর পরে ফিরলেন তিনি। শুনতে অবাক লাগছে কিন্তু এটাই বাস্তব সত্য।
Leave a Reply