অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিস পাঠিল সিবিআই, পাল্টা আদালত অবমাননা মামলা করতে চলেছে,বিশেষ সূত্রে খবর

Bangla circle news

অভিষেক বন্দোপাধ্যায়কে নোটিস পাঠিল সিবিআই, পাল্টা আদালত অবমাননা মামলা করতে চলেছে,বিশেষ সূত্রে খবর
নিজস্ব প্রতিনিধি:-
হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ চাহিয়ে সুপ্রিম কোর্টের আবেদন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুপ্রিম কোর্ট সেই মামলার শুনানিতে স্থগিতাদেশ দেন তারপরও আজ সিবিআই এর পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে,
আগামিকাল নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। দুপুরেই এই নোটিস আসে বলে খবর। আজই এই মামলায় স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট, তারপরও সিবিআইয়ের নোটিস! এমতাবস্থায় আদালত অবমাননার মামলা করতে চলেছেন অভিষেক, খবর সূত্রের।
প্রশ্ন উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কি এতই কাঁচা খেলোয়ার যে সুপ্রিম কোর্টের রায়ের উপর নোটিশ পাঠাবে, তবে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে 66 ঘন্টা পুকুরের জলে তল্লাশি চালানোর পর সিবিআই জীবনকৃষ্ণ সাহা কে আজ গ্রেফতার করে সিবিআই এবং উদ্ধার করা হয় দু দুটি মোবাইল ফোন পেনড্রাইভ সহ একাধিক নথিপত্র, সাধারণ মানুষের প্রশ্ন তাহলে সিবিআই এই ফোনের সূত্র ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম জড়িয়ে আছে কিনা এইসব নানান প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তা না হলে সুপ্রিম কোর্টের নির্দেশ জিজ্ঞাসাবাদ করা যাবে না অন্তবতি কালীন স্থগিতাদেশ দেন তা সত্ত্বেও কেন আজ দুপুরে নোটিশ পাঠালেন তাহলে কি সিবিআই কাছে উপযুক্ত সাক্ষী প্রমাণ পেলেন আধিকারিকেরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *