৬ দফা দাবির ভিত্তিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয় ঘেরাও

Bangla circle news

৬ দফা দাবির ভিত্তিতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের ডাকে অনির্দিষ্টকালীন ঝাড়গ্রাম জেলাশাসক কার্যালয় ঘেরাও

তন্ময় নন্দী, ঝাড়গ্রাম

পূর্ব ঘোষিত অনুযায়ী সোমবার ১৭ ই এপ্রিল অনির্দিষ্টকাল ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসককে অনির্দিষ্টকাল ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিল ভারত জাকাত মাঝি পারগানা মহল। সেই মতো ঝাড়গ্রামে আজ সকাল থেকেই সেই অনির্দিষ্টকালীন জেলাশাসক ঘেরাও কর্মসূচি সকাল থেকেই চলছে। খবর পরিবেশন হওয়ার আগে অবধি, এই অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচি চলছে বলে জানা গিয়েছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে আদিবাসী জনগোষ্ঠীর মানুষ এসে এই ডিএম অনির্দিষ্টকালীন ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন। এমনকি পড়শি জেলা বাঁকুড়া ও পুরুলিয়া থেকেও আদিবাসী জনগোষ্ঠীর মানুষ তাদের দাবি আদায়ের লক্ষ্যে এই অনির্দিষ্টকালীন জেলাশাসক ঘেরাও কর্মসূচিতে সামিল হয়েছেন। ভারত জাকাত মাঝি পারগানা মহল, ভারতীয় আদিবাসী ভূমিজ সমাজ, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি,পাঠৌয়ৌ গাঁওতা (আদিবাসী ছাত্র সংগঠন), খেরওয়াল মাচেৎ মাডোয়া (আদিবাসী শিক্ষক সংগঠন) সহ একাধিক সামাজিক সংগঠনের কর্মকর্তাগন এবং তাদের সদস্যরা এই কর্মসূচিতে সামিল হয়েছেন। এখনও অবধি যা খবর আন্দোলন জারি রয়েছে। সংঘটনের পক্ষ থেকে জানানো হয় সদ উত্তর না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি জারি থাকবে। ওই সম্প্রদায়ের মোট কয়েক হাজার মানুষ যোগ এদিন । আদিবাসী সাঁওতাল সমাজের মূল দাবি সাঁওতালি মাধ্যমে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড, অ-আদিবাসী কুড়মি সম্প্রদায়কে এস টি করা যাবে না। বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হস্টেল গুলি পুনরায় অতি দ্রুত চালু করা সহ একাধিক দাবিকে সামনে রেখে অনির্দিষ্টকাল ডিএম ঘেরাও কর্মসূচি অব্যাহত থাকছে। ঝাড়গ্রামে সকাল থেকেই আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন,এদিন নিরাপত্তা বলয় সঠিক রাখতে বিভিন্ন জায়গায় ব্যারিকেট ও পুলিশ মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন ভারত জাকাত মাঝি পারগানা মহল জেলা গোডেৎ সমায় হাঁসদা,জগ পারগানা বিভীষণ হাঁসদা, জেলা পারানিক সূর্যকান্ত মুর্মু, এবং পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির ঝাড়গ্রাম জেলা সভাপতি বৈদ্যনাথ হাঁসদা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *