লাভপুরে ফের বিস্ফোরক কাজল শেখ।বিজেপি নেতাদেরকে লাঠি ঝাঁটা মরার নিদান তৃনমূল নেতার।

Bangla circle news

লাভপুরে ফের বিস্ফোরক কাজল শেখ।
বিজেপি নেতাদেরকে লাঠি ঝাঁটা মরার নিদান তৃনমূল নেতার।

লাভপুরের জনসভা থেকে দাঁড়িয়ে তৃণমূলের মহিলা কর্মীদেরকে নিদান দিলেন বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ। একশো দিনের কাজের টাকা, ঘরের টাকা সহ একাধিক খাতের টাকা রাজ্যকে দিচ্ছে না কেন্দ্র। সেই বঞ্চনার প্রতিবাদে আজ লাভপুর মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীদেরকও নিয়ে লাভপুর ফুল্লরা মন্দির থেকে লাভপুর নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত একটি পদযাত্রা করেন লাভপুর ব্লক তৃনমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন লাভপুর বিধানসভার বিধায়ক অভিজিৎ সিনহা, বীরভূম জেলা তৃনমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ, বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল প্রমুখ। সেই মিছিল শেষেই লাভপুর নতুন বাসস্ট্যান্ডে একটি জনসভা করেন তারা, সেই সভা মঞ্চ থেকেই দলের মহিলা কর্মীদেরকে কাজল শেখ নিদান দেন বিজেপির নেতাদেরকে লাঠি ঝাঁটা মারার।

কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *