গ্রীষ্মের দাবদহে পুড়ছে রাজ্য,তার মধ্যে করোনার থাবা ফের রাজ্যে
নিজস্ব প্রতিনিধি:-
কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী গোটা দেশে কোরোনার সক্রিয় আক্রান্তর সংখ্যা ৬০৩১৩, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ৯১১১ ।অন্যদিকে গত ২৪ ঘন্টায় করোনা থেকে মুক্তি পেয়েছে ৬৩১৩ জন সব মিলিয়ে সুস্থতার হার ৯৮.৬১%। রাজ্যে বাড়ছে করোনার দাপট করোনার সঙ্গে লড়তে এর রাজ্যে চালু হতে চলেছে মার্কস স্যানিটাইজার বাধ্যতামূলক করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। সোমবার রাজ্যসভার বৈঠকে সে কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,প্রস্তুত থাকতে বলা হয়েছে রাজ্যের সব সরকারি হাসপাতাল কে ।পাশাপাশি অক্সিজেন মজুর রাখতে বলা হয়েছে পর্যাপ্ত পরিমাণে। একদিকে প্রশাসনের কড়া নজরদারী অন্যদিকে জনসাধারণের মধ্যে চরম অসতর্কতার ছবি রাজ্যের প্রত্যেকটি শহরে। দুর্গাপুর আসানসোল বাঁকুড়া মেদিনীপুর হাওড়া হুগলি আরামবাগ পুরুলিয়া প্রত্যেকটি শহরে তীব্র দাবদাহের পুড়ছে এলাকা তার মধ্যেই করোনার নতুন করে মাথাচাড়া দেয়াতে অস্বস্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তার উপর সামনে পঞ্চায়েত নির্বাচন, নির্বাচনের দিন ঘোষণা করতে আর বেশি দেরি নেই রাজ্য নির্বাচন কমিশন খুব শীঘ্রই দিন ঘোষণা করবে। তার মধ্যেই করোনার নতুন করে মাথাচড়া দেয়াতে চরম উদ্যোগে রাজ্য সরকার। প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে ভোট আসলেই করোনার নতুন করে মাথাচারা দেয়া যেমন পৌরসভা নির্বাচনে করোনার মাথাচাড়া দেওয়ার জন্য নির্বাচন পেঁছিয়ে দেয়া হয়েছিল, আবার পঞ্চায়েত নির্বাচন আর মাথা ছাড়া দেওয়াতে পঞ্চায়েত ভোট আবার পেঁছিয়ে যাবে না তো ,এসব প্রশ্ন এখন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
Leave a Reply