পুকুরের মাছকে কেন্দ্র করে বিবাদ মালিক গোষ্ঠীর, থানায় অভিযোগ দায়ের
তন্ময় নন্দী,রাইপুর,বাঁকুড়া
মঙ্গলবার সকালে বাঁকুড়া জেলার রাইপুর ব্লকের কেন্দুয়াপাড়া গ্রামের দে পুকুরের মাছ পচে যাচ্ছে আর এর জেরেই মালিক গোষ্ঠীর মধ্যে বিবাদ সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পুকুরের মোট ৬ জন মূল অংশীদার। এছাডাও এই অংশীদারদের মধ্যে অনেক শাখা অংশীদার আছে। সব মিলিয়ে প্রায় ৩০ জন পরিবারের মধ্যে কম বেশি ভাগ হয় মাছ। আজ সকালে মাছ ধরাকে কেন্দ্র করে বচসা ছড়ায় ওই গ্রামে। অংশীদারদের কয়েকজনের দাবি পুকুরের মাছ মরে ভেসে যাচ্ছে এবং সেগুলি পচে দুর্গন্ধ সৃষ্টি করছে। যার ফলে এখানে বাস করা দূর্বি সহ হয়ে পড়েছে। অসুবিধায় পড়েছে পুকুরের পড়ে থাকা পারিবারের লোক জনেরা। এই পরিবারের এক মহিলা গর্ভবতী রয়েছেন দূর্ঘন্ধের জন্য ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন আমাদের কাছে দাবি করেন। অপর কয়েকজন অংশীদারের দাবি আমরা তো মাছ ধরতে বাধা দিই নি। আজ মাছ ধরতে জেলে আসার কথা কিন্তু আজ জেলে আসেনি। জানা গিয়েছে পুকুরে বছরে প্রায় সাত থেকে নয় কুইন্টাল মাছ বিক্রি করা হয়। আর যে মাছ মারা গেছে তারও পরিমাণ প্রায় দেড় কুইন্টাল। বিশেষ সূত্র থেকে জানা যায় এই পুকুরের মালিকানাদের বিবাদ আজকের নয়। গত বছর মাছ ধরাকে কেন্দ্র করে পুকুরের মালিকের বিবাদ পৌঁছায় কোর্ট পর্যন্ত। বারবার এই ঘটনায় বিরক্ত মালিকদের একাংশ। গ্রামের বাসিন্দারা জানান এই বিবাদ আজকের নয়, এরা থানায় এক পক্ষ অপর পক্ষের নামে অভিযোগ করে।
Leave a Reply