তীব্র দাবদাহে সমস্যায় বাঁকুড়ার ইটভাঁটার শ্রমিকরা

Bangla circle news

তীব্র দাবদাহে সমস্যায় বাঁকুড়ার ইটভাঁটার শ্রমিকরা

তন্ময় নন্দী, বাঁকুড়া

তীব্র দাবদাহে ফুটছে বাংলা, সমস্যায় বাঁকুড়ার ভাঁটা শ্রমিকরা। সবে চৈত্র মাস পেরিয়ে আজ বৈশাখের প্রথম সপ্তাহ। বাঁকুড়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি ছাড়িয়েছে। আর মুহূর্তে তাপমাত্রার রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ডিগ্রি বেশি। এই অবস্থায় তীব্র সংকটে ইঁট ভাঁটার শ্রমিকরা। আগে তারা কাজ করত বেলা একটা পর্যন্ত এখন সাড়ে ৯টার পর আর কাজ করা যাচ্ছে না ফলে আগের তুলনায় রোজগারেও টান ফলের সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই শ্রমিকরা। মূলত ইঁট ভাঁটার শ্রমিকরা সকালে ২৫০০ থেকে ৩০০০ ইঁট বহন করে টাকা পায় ২৫০ থেকে ৩০০ টাকা মত এবং বিকেলেও কাজ করে ১০০০ ইঁটের সেখানে সবে মিলিয়ে প্রায় ৩৫০ থেকে ৪০০ টাকা আয় হত। এই তীব্র রোদের চোখ রাঙা নিতে টা এসে দাড়িয়েছে ১৫০ – ২০০ টাকাতে ফলে স্বভাবতই টান পড়ছে শ্রমিকদের সংসারে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *