অভিষেক ব্যানার্জি ছদ্দবেশী পিয়াংকা গোস্বামী কে কোথা দিয়ে কোথা রাখলেন না বাঁকুড়ায়,
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
গত ১২ এপ্রিল বাঁকুড়ার ওন্দাতে এসে জনৈকা বৃদ্ধার ছদ্মবেশধারী প্রিয়াঙ্কা গোস্বামীর আবেদনে সাড়া দিয়ে বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখার কথা বলেন বলে খবর। কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও প্রতিশ্রুতি পালন হয়নি বলে অভিযোগ। এমনকি যাঁদের নামে অভিযোগ তাঁরাই স্থান পেয়েছেন নব গঠিত ওন্দা ব্লক তৃণমূলের কমিটিতে। আর তাই অভিষেক ওন্দার যে মাঠে সভা করেছিলেন সেখানেই বুধবার অবস্থান আন্দোলনে বসেছেন প্রিয়াঙ্কা গোস্বামীর নেতৃত্বে প্রায় ২০-৩০ জন ছেলে ও মেয়ে।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল বৃদ্ধার ছদ্মবেশধারী ওন্দার রামসাগরের বাসিন্দা প্রিয়াঙ্কা গোস্বামী দাবি করেন ওন্দা ব্লক তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি আশিষ দে করোনা কালে তাঁর কাছ থেকে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ পাইয়ে দেওয়ার নাম করে ৯৫ হাজার টাকা নিয়েছেন। প্রিয়াঙ্কা গোস্বামী আরো দাবি করেন, তিনি একা নন ওই স্বেচ্ছাসেবী সংস্থার ৭০ জন কর্মী করোনা কালে বাড়ি বাড়ি ঘুরে মাস্ক সেনিটাইজার বিলি করার কাজও করেছিলেন। পরবর্তীতে তাঁরা জানতে পারেন ওই সংস্থাটি ভুয়ো। প্রিয়াঙ্কা গোস্বামীর দাবি তাঁর দেওয়া টাকার বিনিময়ে সেই সময় পঞ্চাশ হাজার টাকার রশিদ দেওয়া হয়েছিল। কিন্তু বাকি টাকার কোনরকম রশিদ দেওয়া হয়নি। দেওয়া টাকা ফেরতও পাননি। বারবার জানানোর পরও কাজ না হওয়ায় অভিযোগকারী ওন্দা থানার দারস্থ হন। ওন্দা থানার পক্ষ থেকে কোনরকম পদক্ষেপ তো নেওয়া হয়ইনি। উলটে ওই তৃনমূল নেতার নামে অভিযোগ জানানোর চেষ্টা করতেই তাঁর বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। গালিগালাজ ও মারধর করা হয় অভিযোগকারী এবং তার স্বামীকে, চলে হুমকিও। সে কারণেই অভিষেক ব্যানার্জীকে মঞ্চে পেয়ে তার কাছে অভিযুক্ত আশীষ দের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। তার দাবি অবিলম্বে আসিস দের মতন নেতাকে দল থেকে বিতাড়িত করা হোক, গ্রেফতার করা হোক।
Leave a Reply