অমর্ত্য সেন চিঠি দিলেন বিশ্বভারতীকে।
কাজী আমীরুল-বীরভূম
নোবেল জয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়ি র সামনে উচ্ছেদের নোটিশ দেয় বিশ্বভারতী কর্তৃপক্ষ। এই নিয়ে বিশ্বভারতীতে বেশ আলোড়ন পড়ে যায়। এই নোটিসের পরিপ্রেক্ষিতে নোবেলজয়ী অমর্ত্য সেন আইনের যৌগিকতা দেখিয়ে বিশ্বভারতী কে চিঠি দেন। নোবেলজয়ী অমর্ত্য সেন জানিয়েছেন তার চুক্তিপত্র শেষ হওয়া না অব্দি কিভাবে তার জমি দাবী করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্রতিচির জমি আইন-শৃঙ্খলা ও শান্তি রক্ষা বজায় রাখার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। অমর্ত্য সেন ঠিক এই সময়ে তিনি প্রতিচির বাড়িতে নেই বিদেশে আছেন জুন মাসে তিনি বিশ্বভারতী প্রতিটি বাড়িতে ফিরবেন। অমর্ত্য সেন বাড়ি সংলগ্ন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা বজায় থাকার জন্য শান্তিনিকেতন থানাকে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।

Leave a Reply