শান্তি মিটিং করলেন ইলামবাজার ব্লক বিডিও।
অত্যাধিক তাপপ্রবাহের মধ্যে অতিবাহিত হতে চলেছে রমজান মাস। হাতে গোনা আর কয়েকটা দিন পরেই শুরু হতে চলেছে খুশির ঈদ। এই ঈদ উপলক্ষে ইলামবাজার ব্লকের বিডিও জসীমউদ্দীন ইলামবাজার ব্লকের সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি শান্তি বৈঠক করেন। এই শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন ইলামবাজার থানার ওসি তন্ময় ঘোষ উপস্থিত ছিলেন পারুই থানার অফিসার ইনচার্জ সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। আগামী খুশির ঈদে যাতে করে কোন রকমে অপ্রীতিকর ঘটনা না হয় এবং সমাজের ধর্মগুরুর ইমামদের বার্তা দেওয়ার জন্য অনুরোধ করেন ব্লক বিডিও। রমজান মাস ও খুশির ঈদ উপলক্ষে সকলকে অভিনন্দন ও জানান। তাপপ্রবাহের জন্য যে সমস্ত ইমামরা উপস্থিত হতে পারেননি তাদের জন্য ভার্চুয়ালি লিংক দেওয়া হয় মোবাইলে এবং ভার্চুয়ালি ভাবেই তারা সেই মিটিং অংশগ্রহণ করেন বলে জানা গেছে।
ইলামবাজার থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট বীরভূম

Leave a Reply