১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে’, বিস্ফোরক দাবি তাপস মণ্ডলের
কোর্ট থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের, কুন্তল তো বলেছে ইডিসিবিআই টিকি ছুতে পারবে না, সম্পূর্ণ টাকা হাওলা মারফত বাইরে খাটছে। সম্পূর্ণ টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নাম করে একাই খেয়েছে, বিস্ফোরক অভিযোগ করলেন কুন্তল ঘোষ তিনি বারবার দাবি করেছেন ইডি সিবিআই জোর করে তাকে দিয়ে বলানোর চেষ্টা করা নিয়ে তিনি বলেন সম্পূর্ণ নাটক করছেন কুন্তল ঘোষ তিনি সিবিআই জোর করে কথা বলানো ব্যাপার নিয়ে তিনি দাবি করেন কোন কিছুই জোরপূর্বক করছে না সিবিআই ও ই ডি।
কুন্তল ঘোষ এখনো জেলে বসেই দুর্নীতির খেলা খেলছেন বলেই তিনি দাবি করেন।
১০০ নয়, ৫০০ কোটির খেলা, কুন্তল একাই ৫০০ কোটি তুলেছে’, বিস্ফোরক দাবি তাপস মণ্ডলের

Leave a Reply