এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সিভিক ভলেন্টিয়ারের বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক মহিলার। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরে
আরো একবার জানিয়ে রাখি সেভিক পুলিশের বাইকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার । সূত্রের খবর তিনি ছাগল চরাচ্ছিলেন আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।*
রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
একেই প্রচন্ড দাবদাহে বাঁকুড়া জেলা সহ পুড়ছে পুরো রাজ্য। তাপমাত্রার পারদ ৪৫ ছুঁয়েছে এরই মাঝে বিপদ বাঁকুড়ার কোতুলপুরে। আজ দুপুর নাগাদ প্রতিমা রানা নামে এক মহিলা বয়স আনুমানিক ৫৮ রোজকারের মতো আজও ছাগল নিয়ে রাস্তায় গিয়েছিলেন। কিন্তু ভাগ্যর নিষ্ঠুর পরিহাসে তাকে পাড়ি দিতে হলো ফেরার দেশে। এদিন আচমকাই এক বাইল আরোহী সজোরে ধাক্কা মারে তাঁকে।গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের তাঁকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর অভিযুক্ত বাইক আরোহীর পরিবারের তরফ থেকে বিস্ফোরক অভিযোগ করা হয়, তারা অভিযোগকে অস্বীকার করেন। তারা দাবী করেন কোতুলপুর থানার এক সিভিক পুলিশ ঐ মহিলাকে ধাক্কা মারে তাতেই মৃত্যু হয় তাঁর।পুলিশ মৃতদেহটি উদ্ধার বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে বিষয় যাইহোক পুরো বিষয়টি খতিয়ে দেখছে কোতুলপুর থানার পুলিশ।
Leave a Reply