জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ির উদ্যোগে সর্বধর্ম সমন্বয়ে শান্তি বৈঠক ফাঁড়ির অফিস রুমে।
মোহাম্মদ ফিরোজ–বীরভূম
জয়দেব কেন্দুলি গ্রাম পঞ্চায়েত ও সিরসা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত মসজিদের ইমাম ও মোয়াজ্জিন এবং এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী সমাজসেবী ও জয়দেব কেন্দুলী আশ্রমের মহারাজ সহ সকলের উপস্থিতিতে একটি শান্তি বৈঠক হয়। জয়দেব পুলিশ ফাঁড়ির আইসি শাকিব সাহাবের উদ্যোগে এই শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। আইসি সাকিব সাহাব এলাকার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বজায় রাখার কথা বলেন। এবং একে অপরের হাতে হাত মিলিয়ে উৎসব গুলিকে উপভোগ করার বার্তা দেন। বৈঠক শেষে প্রত্যেকের হাতে একটি করে টিফিনের প্যাকেট তুলে দেওয়া হয়। জয়দেব কেন্দুলী হিন্দুদের পবিত্র পিঠস্থান। তাই এই পবিত্র রমজান মাসের শেষে আগামী খুশির ঈদকে স্বাগত জানাতে সর্বধর্ম সমন্বয় শান্তি বৈঠক একটা বিশেষ গুরুত্ব পালন করবে বলে মনে করছেন এলাকার বুদ্ধিজীবী মানুষ।
Leave a Reply