নতুন ব্লক কমিটি গঠন হতেই ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ বাঁকুড়ার রায়পুরে।
তনময় নন্দী–রায়পুর
নতুন ব্লক কমিটিকে লুঠের কমিটি বলে ক্ষোভ উগরে দিলেন রাইপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা রাইপুরের তৃণমূল নেতা রাজকুমার সিংহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে মঞ্চ থেকে রাইপুরের ব্লক কমিটি ঘোষণা করছেন রায়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জগবন্ধু মাহাতো , তিনি যখন নাম ঘোষণা করছেন তখনই মঞ্চের অপর প্রান্ত থেকে ক্ষোভ প্রকাশ করছেন এবং প্রতিবাদ করছেন রীতিমতো ‘অপদার্থ” ব্লক সভাপতি শ্লোগান তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের একাংশ। আর তাতেই ফের প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী দ্বন্দ্ব। সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক রাজ কুমার সিংহ। তিনি এই কমিটিকে লুঠের কমিটি বলে কটাক্ষ করেছেন পাশাপাশি ব্লক সভাপতির বিরুদ্ধে স্বজন পোষন এর অভিযোগ তুলেছেন। এই বিষয়ে রাজ্য নেতৃত্বের ভেবে দেখার দাবী করেছেন। অন্যদিকে ভাইরাল ভিডিও তে ক্ষোভ প্রকাশ করতে দেখা মেলেড়ার তৃণমূল নেতা সনত দাস এর দাবী, বিজেপির লোকেদের বেছে বেছে কমিটিতে রাখা হচ্ছে এবং স্বজন পোষণ করে নিজেদের লোকেদেরকে রাখা হচ্ছে হায়দা তোলার জন্য। এই নিয়ে তারা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করবেন বলে জানিয়েছেন
পাশাপাশি এই কমিটিকে বাপ বেটার কমিটি,টাকা তোলার কমিটি বলেও দাবি করেন।
Leave a Reply