ডিয়ে বৈঠকের ফল জিরো, হাইকোর্টের নির্দেশে রাজ্য বসলেও মিলল না ফল।
রাজ্যের মাল কিন যে কথা বলেন তারই ভিত্তরা সেই কথাই বলে গেলেন দাবি বৈঠককারীরা।
হাইকোর্টের নির্দেশে ডিএ আলোচনায় বসলেও সেই আলোচনায় কোন সদুত্তর পাওয়া গেল না। নিট ফল এক কথায় জিরো ।রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথা বলেন সেই কোথায় তার দলের আমলারাও একই কথা বলেন দল চলছে না সার্কাস চলছে? দলের নেত্রী ও রাজ্যের মুখ্য সচিব আমি দুধে মিশে একাকার। কোনটা দলের কথা? কোনটা সরকারের কথা বোঝাই দায়। সব মিলেমিশে একাকার হয়ে গেছে তার প্রমাণ আজকে দিয়ে দিলেন রাজ্যের মুখ্য সচিব। তিনি বলেন রাজ্যের কোন ফান্ড নেই ডিএ দেয়া যাবে না সংস্থান ফ্রান্ড হলে তবেই দিয়া দেয়া যাবে এবং কেন্দ্র সরকারের কাছ থেকে কোন টাকা পাওয়া যায়নি তাই টাকা দেয়ার কোন উপায় নেই বলেই দাবি করেন আন্দোলনকারী। তবে এখন দেখার বিষয় আন্দোলন নিয়ে আগামী ৬ তারিখ মহা মিছিলের ডাক দেন। এখন দেখাও লাগাতার আন্দোলন মিছিল করেই চলেছে আন্দোলনকারীরা, তাতেও রাজ্য সরকারের কোন হেলদোল নেই। হাইকোর্টের নির্দেশে জোরপূর্বক বৈঠকে বসলেও তার উত্তর অধরাই রয়ে গেল। নিট ফল এক কথায় জিরো ।এখন দেখার ডি এ আন্দোলনকারীরা কি ফল রাজ্য সরকারের কাছ থেকে পায়, সেটাই এখন দেখার।
Leave a Reply