বাঁকুড়ার ইন্দাসে দেবাংশুর জন সভা শুরুর আগে বাজ পড়ে মৃত ১ জখম প্রায় ৫০শেরও বেশি।

Bangla circle news

বাঁকুড়ার ইন্দাসে তৃণমূলের জন সভায় বাজ পড়ে মৃত ১ জখম প্রায় ৫০শেরও বেশি

রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
তৃণমূলের সভায় এসে বজ্রঘাতে মৃত ১ জখম কমপক্ষে প্রায় ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক । ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস থানার আশিনপুরে । জানাজায় তৃণমূলের সভায় যোগদানের জন্য এসেছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক । সভা শুরুর আগেই শুর বৃষ্টি সাথে বজ্রপাত। বৃষ্টি শুরু হতেই সভা স্থল ছেড়ে যে যার নিজের নিজের মত করে আশ্রয় নেয় । অনেকেই আশ্রয় নেয় সভাস্থলের পাশে থাকা একটি বট গাছের তলায়,আর সেই গাছের ওপর বজ্রপাত ঘটে। সেই গাছের তলায় থাকা প্রত্যেকেই মাটিতে লুটিয়ে পড়েন । তড়িঘড়ি তাদের প্রত্যেককেই উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে, সেখানে এক জনকে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকর । নাম সামাদ মল্লিক । বয়স আনুমানিক ৪২ বছর বাড়ি বাতানিয়া গ্রামে । আহত সংখ্যা প্রায় ৫০ জন ছাড়িয়েছে । এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান মেডিক্যাল কলেজে । মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীর সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে । তবে সকলের পাশে দাঁড়ায় তৃণমূল কংগ্রেসের শীর্ষ ও স্থানীয় নেতৃত্বরা ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *