গ্রীষ্মের তাপপ্রবাহ কমতেই পর্যটকদের উপচে পড়া ভিড় দিঘায়।
নিজস্ব প্রতিনিধি:-

গ্রীষ্মের দাবদাহ কমতেই হাজার হাজার পর্যটকের ভিড় দিঘায়, আর প্রচুর পর্যটক জমতেই রুমের ভাড়া ও খাওয়া দাওয়া খরচ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে হোটেল ব্যবসায়ীরা।
এতটাই পর্যটক হয়েছে যে একটিও হোটেল ফাঁকা নেই যে টাকা খাওয়া ও থাকার ভাড়া হওয়ার কথা তার তুলনায় দ্বিগুণ তিন গুণ হোটেল মালিকরা হোটেলের দাম নিচ্ছে অভিযোগ পর্যটকদের।কিন্তু কিছু করার নেই দীঘায় এসে তো থাকতে হবে, সেই কারণে দাম বেশি হলেও পর্যটকরা সংকোচ না করে আনন্দ উপভোগ করবে বলে বেশি দাম দিয়েও হোটেলে রুম নিতে হচ্ছে শুধু কি হোটেলের দাম পর্যটকরা নাজিয়াল হয়ে যাচ্ছে খাওয়ার জিনিস কিনতে যাওয়ায় যেখানে সাধারন মানুষের নাগালের মধ্যে ছিল সেখানেও দেখা গেল বেশ পরিমাণ দাম বেশি সবকিছু ছেড়ে দিয়ে পর্যটকরা বেশ আনন্দ উপভোগ করছে সুন্দরী দীঘায় শুধু কি দীঘা পাশে প্রার্থী পাওনা পেয়েছে শংকরপুর। সবকিছু মিলে ঠাসাটাশি ভিড় দিঘা থেকে শংকরপুর।
Leave a Reply