ভারতবর্ষের ২৮ টি রাজ্য পায়ে হেঁটে পশ্চিমবঙ্গর বাঁকুড়া জেলার জয়পুরে প্রবেশ করলেন দীর্ঘ সাত মাস পর কর্নাটকের মাইসুরুর যুবক কৃষ্ণ নায়েক ।
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া
সারা ভারতবর্ষে মানুষকে যোগ ব্যায়াম সম্বন্ধে ধ্যান ধারণা দিতেই পায়ে হেঁটে ভারত বর্ষ ভ্রমণে বেরিয়েছেন কৃষ্ণ নায়েক। দীর্ঘ ছমাস পায়ে হেঁটে বিভিন্ন রাজ্য ঘুরে অবশেষে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের কুচিয়াকোল গ্রামে এসে পৌঁছান গতকাল। আজ সকালে হালকা টিফিন সাড়ার পর আবারো পায়ে হেঁটে ভারত ভ্রমণনে বের হয়ে যান। পশ্চিমবঙ্গে প্রবেশ করার থেকেই গ্রাম গঞ্জের বিভিন্ন ব্লকের মানুষ কৃষ্ণ নায়কের পাশে দাঁড়া এবং কৃষ্ণ বাবুর এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান এলাকার মানুষ। কারণ উনি যে কাজটা করতে বেরিয়েছেন যোগ ব্যায়াম অর্থাৎ শরীর চর্চা আমাদের প্রত্যেকটি মানুষের প্রয়োজন। যোগ ব্যায়াম করলে আমাদের দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় ও শরীরচর্চার ফলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর কৃষ্ণ বাবু এই কাজটাই করতে বেরিয়েছেন সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের মানুষকে একটাই বার্তা, আপনি যতই কাজ নিয়ে ব্যস্ত থাকুন তার মাঝেই যোগ ব্যায়াম করে আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে পারবেন।তাই এই বার্তা নিয়ে কর্ণাটক থেকে পায়ে হেঁটে গতকাল প্রবেশ করেন জয়পুর ব্লকে, বিকালে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে যোগ ব্যায়াম প্রশিক্ষণ দেন এবং সেই প্রশিক্ষণ নিলেন কুচিয়াকল গ্রামের একাধিক মানুষ।
সারা ভারতবর্ষ পায়ে হেঁটে যোগব্যায়ামকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে অভিনব উদ্যোগ কর্নাটকের এই যুবক। আজ সকালে পায়ে হেঁটে আবারো পরবর্তী গন্তব্য স্থলের জন্য বেরিয়ে পড়েন আমাদের চ্যানেলের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হতে তিনি কি বললেন চলুন শোনাবো আপনাদের।

Leave a Reply