রাজ্যে ভোট ঘোষণা হতেয় শুরু রাজনৈতিক তরজা,রাজ্য নির্বাচন কমিশন কি পারবে এক দফায় ভোট করাতে?
রাজ্যে ভোটে হিংসার ঘটলে তার দায়কার প্রশ্ন তুললেন বিরোধীরা।
➡️ রাজ্যে এক দফায় পঞ্চায়েত ভোট– ৮ জুলাই। (দার্জিলিং, কালিম্পং ২ স্তর বাকি সব ত্রিস্তরীয় পঞ্চায়েত)
➡️ ৮ জুন থেকে জারি নির্বাচনী বিধি (মডেল কোড অফ কনডাক্ট)
➡️ ৯ জুন থেকে মনোনয়ন জমা দিতে পারবে
➡️ ১৫ জুন পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে
➡️ ২০ জুন মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন
➡️ অনলাইনে মনোনয়নের কোনও পরিকল্পনা নেই কমিশনের
➡️ নির্বাচনী প্রচার করা যাবে না রাত ১০ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত
➡️ পঞ্চায়েতের প্রচার করা যাবে ৬ জুলাই পর্যন্ত
➡️ ভোট গণনা ১১ জুলাই

Leave a Reply