এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বাঁকুড়ার জয়পুর জঙ্গলে বাইকের সাথে গরুর মুখোমুখি সংঘর্ষ ,আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি।
দ্রুত গতিতে যাওয়া বাইকের সাথে জঙ্গল একাকার গরুর ধাক্কা ,ঘটনায় গুরুতর আহত বাইকে থাকা এক মহিলা সহ চালক। ও বাইকের ধাক্কায় গুরুতর জখম গরু, ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকের তাঁতীপুকুর এলাকায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়পুর থানার পুলিশ, আহত ব্যক্তিদের উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ওই দুই ব্যক্তি। তবে বাইকের ধাক্কায় গুরুতর জখম গরু। সূত্রে খবর জয়পুর জঙ্গলে গরুর পাল চোর ছিল সেই সময় রাস্তা দিক দিয়ে জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে একটি গরু সেই সময় আচমকায় জয়পুর থেকে বিষ্ণুপুর দিকে যাচ্ছিল ওই বাইক আরোহি। দ্রুত গতিতে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসা গরুকে সজোরে ধাক্কা মারে সাথে সাথেই ছিটকে পড়েন বাইক চালক সহ গাড়িতে থাকা এক মহিলা, তবে বাইক আরোহীর হেলমেট না থাকায় গুরুতর মাথায় চোট পান, তবে গাড়িতে থাকা মহিলার পরিচয় জানতে পারা যায় বাইক চালকের ভাগ্নি, বাড়ি হাওড়া জেলার কোন নগরে শ্রাদ্ধ বাড়িতে এসেছিলেন সূত্রে খবর ।বাইক চালকের বাড়িতে শ্রাদ্ধ বাড়ি চলাকালীন ওই ভাগ্নিকে নিয়ে বেড়াতে যান মামা,বেড়াতে গিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে। তবে প্রচন্ড মদ্যপান অবস্থায় গাড়ি চালানো এই দুর্ঘটনা বলেই অনুমান এলাকার মানুষের। তবে জয়পুর থানার পুলিশ দুর্ঘটনগ্রস্ত বাইক আরোহীর বাড়িতে খবর দেয় এই দূর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বাড়ির আত্মীয়-স্বজনেরা কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি বলছেন দুর্ঘটনায় গুরুতর জখম হওয়া মামার ভাগ্নি চলুন দেখাবো আপনাদের।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
দ্রুত গতিতে যাওয়া বাইকের ধাক্কায় গুরুতর আহত গরু ও দুই বাইক আরোহী।

Leave a Reply