তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী ভোট প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীর বাড়িতে সুজাতা মন্ডল, বিজেপির প্রার্থী লক্ষ্মীর ভান্ডার পাওয়াতে দলে আসার আহ্বান সুজাতা মন্ডলের। অভিনব কায়দায় দলে আসার বার্তা সুজাতা মন্ডলের তিনি বলেন একসময় দুজনেই একই দল করতাম তাই নির্বাচনে দুজনেই দুজনের বিরুদ্ধে নির্বাচনি লড়াই হলেও লড়াইয়ের পরেই তৃণমূলে আসার বার্তা দিলেন সুজাতা মন্ডল, আর তা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন বিজেপির প্রার্থী। তিনি ঠিক কি বললেন চলুন দেখাবো আপনাদের।
২০১৯ লোকসভা নির্বাচনে প্রাক্তন স্বামী সৌমিত্র খাঁয়ের ভোট প্রচারে এসেছিলেন সুজাতা মন্ডল তখন থেকেই জয়পুর হিজলডিহা গ্রামের বিজেপি নেত্রী পরিচিত ছিলেন বিজেপির প্রার্থী মঞ্জু রুইদাস, ২০১৯ নির্বাচনে সৌমিত্র খাঁ বিপুল ভোটে জয়যুক্ত হয় ।বিষ্ণুপুর লোকসভা এলাকায়, আইনের গ্যারাকলে পড়ে সৌমিত্র খাঁ নিজের লোকসভা এলাকায় প্রচার করতে না পারলেও তার পত্নী সুজাতা মন্ডল তার জায়গা পূরণ করে দেন বিপুল ভোটে জয়যুক্তও হয়ে যান। তারপর থেকেই অনেক জল গড়িয়েছে। রাজনীতির গ্যারাকলে পড়ে ছারখার হয়ে গেছে সংসার ত্যাগ করেছেন স্বামীকে। বিজেপি ছেড়ে, সেই লোকসভা কেন্দ্রের জয়পুর ব্লকের জেলা পরিষদের প্রার্থী তৃণমূলে ৪৪ নম্বর জিপি আসনে লড়ছেন তাই বহু বছর পর হলেও একসময় একসাথে বিজেপির হয়ে ভোট প্রচার করা সঙ্গী এখন লড়ছেন তারই বিরুদ্ধে বিজেপির হয়ে মঞ্জু রুইদাস। বরাবরই বিজেপির পুরনো নেত্রী নামেই পরিচিত মঞ্জু রুইদাস আজ সুজাতা মন্ডল জয়পুর ব্লকের হিজলডিহা গ্রামে ভোট প্রচারে জান, আর সেখানেই সামনাসামনি দেখা হয়ে যায় দুই প্রার্থীর আর দেখা হয়ে যেতেই তিনি বিজেপি নেত্রী কে প্রশ্ন করেন আপনি লক্ষীর ভান্ডার পান তিনি সাথে সাথেই বলেন হ্যাঁ পায়, আর তারপরেই তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কোন তৃণমূল বিজেপি বা কোনো রাজনৈতিক দল কালার দেখেন না সকলকেই লক্ষীর ভান্ডার দিয়েছেন। তাই। প্রতিপক্ষ হিসাবে লড়াই করলেও লড়াইয়ের শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আশার বার্তা দিলেন। লোকসভা নির্বাচনে কোমর বেঁধে প্রাক্তন স্বামীকে জিতিয়ে আনলেও তিনি বিজেপিতে কোন জায়গায় সেরকমভাবে পাননি তাই তিনি মমতা ব্যানার্জির উন্নয়নের শামিল হতে যোগদান করেছিলেন তৃণমূলে, শুধু যোগদানই নয় 2023 পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের ক্যান্ডিডেট হয়ে লড়াই করছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রচন্ড পরিশ্রম করছেন দলকে জেতার জন্য। কারণ একটাই সুজাতা মন্ডল এর চেনা মাঠ কতটা যে কঠিন হবে তা তিনি নিজেও টের পাচ্ছেন। তিনি প্রকাশ না করলেও বুঝতে পারছেন ২০১৯ থেকে ২১ সবেতে বিজেপি ব্যাপক হারে জিতেছে লোকসভা ও বিধানসভা তে তবে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নমিনেশন না করতে পারলেও জেলা পরিষদের নমিনেশন করেছেন তাই টক্করে টক্করে লড়াই টা যে হবে তা প্রচার দেখেই পরিষ্কার বোঝা যায়। তবে বিজেপি অবশ্য সেরকমভাবে প্রচারের আলোয় আসেননি।
এখন দেখা তিনি যে এলাকা থেকে প্রতিদ্বন্দ্বী করেছেন সেই এলাকায় ২০২১ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে বিজেপি জয়যুক্ত হয়। এখন দেখা বিজেপির জেতা আসন বিজেপির শক্ত খাটি নামে পরিচিত ময়নাপুর উত্তরবার জগন্নাথপুর এই এলাকার মানুষের মধ্যে প্রচারের মাধ্যমে তৃণমূল মুখী করতে পারেন নাকি পুনরায় এলাকার মানুষ বিজেপিকেই ভোট দেয় সেই দিকেই তাকিয়ে জয়পুর এলাকার মানুষ।
Leave a Reply