২৫ বছর ধরে খোলা আকাশের নীচে রান্না আইসিডিএস সেন্টারে, সেই খাবার খাওয়ানো হচ্ছে শিশুদের, কোন অঘটন ঘটলে তার দায় কার?

Bangla circle news

প্রায় 25 বছর ধরে আজও খোলা আকাশের নীচে রান্না আইসিডিএস কেন্দ্রের, আজ হলো না বাড়ি। এমনই ছবি বাঁকুড়ার রাইপুরের বেঙ্গদা গ্রামেশিশুদের সুরক্ষা কোথায় প্রশ্ন গ্রামবাসীদের। কোন দুর্ঘটনা ঘটলে তার দায় কি প্রশাসন নেবেন।

দীর্ঘ 25 বছর ধরে বাঁকুড়ার রাইপুরের একটি আইসিডিএস কেন্দ্রের শিশুদের রান্না করা খাবার গাছের তলায় করে আসছেন আইসিডিএস এর কর্মীরা আজও হলো না আইসিডিএস কেন্দ্রের রান্না করার ঘর।, শীত গ্রীষ্ম বর্ষা খোলা আকাশের নিচে চলে আসছে এমনই দাবি গ্রাম বাসিদের । এই গ্রামে আইসিডিএস কেন্দ্রের জন্য নিজস্ব কোনো ঘর নেই,ক্লাবের একটি ঘরে ওই কেন্দ্রের পড়াশোনা খাওয়া-দাওয়া সবকিছুই বর্তমানে এই ক্লাব ঘরে। যে হারে দিনের পর দিন আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি থেকে শুরু করে বিভিন্ন সাপ আরশোলা সারা রাজ্য যুরে যে ছবি আমরা দেখেছি সেই ছবি হয়তো দেখা যাবে এই কেন্দ্রে কারণ একটাই খোলা আকাশের নিচে রান্না হলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে যেখানে ছোট ছোট শিশুরা খাবার খায় সেই খাওয়ারই রান্না হচ্ছে গাছের তলায় ফাঁকা খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট শিশুদের সুরক্ষা কোথায় প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা।
যদিও ওই কেন্দ্রের দিদিমণির দাবী আমারা বিডিও, সিডিপিও, গ্রাম পঞ্চায়েত প্রধান সহ বিভিন্ন জায়গায় জানিয়েছি তাও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়েই তারা এই আইসিডিএস কেন্দ্র এইভাবেই দিনের পর দিন চালিয়ে আসছেন।
আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানাচ্ছেন চল শোনাবো আপনাদের।
বাঁকুড়া রায়পুর থেকে তনময় নন্দীর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *