বাঁকুড়া : এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকারকে নকল করে দুয়ারে মেম্বার প্রকল্প চালু করার পথে হাঁটছে আইএসএফ। বাঁকুড়ার পুনিশোলে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে এই কথা ঘোষণা করেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী। তিনি, বলেন পঞ্চায়েতে তাদের যে সকল প্রার্থীরা গ্রাম পঞ্চায়েত,সমিতিতে জয়ী হবেন তারা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে সব পরিষেবা দেবেন। আর এর পোষাকী নাম থাকবে দুয়ারে সরকার। অন্যদিকে,রাজ্যে পঞ্চায়েত ভোটের দফা বাড়াবে বলে এখনও আশাবাদী নওশাদ। তিনি বলেন সোমবার হাইকোর্টে শুনানি আছে। আদালতের ওপর তার আস্থা আছে তাই তিনি দফা বাড়ার আশা এখনও ছাড়ছেন না। যেহেতু এত বিশাল পরিমান কেন্দ্রীয় বাহিনী একসাথে পাওয়া নির্বাচন কমিশনের পক্ষে পাওয়া সম্ভব নয়। এবং দেশের নিরাপত্তার জন্য এক লপ্তে এত বেশী বাহিনী ভোটে মোতায়ন করা যাবে না তাই একমাত্র দফা বাড়ানোই বিকল্প পথ বলে দাবি করেন তিনি।এমনকি এক দফায় ভোট সুষ্ঠু ভাবে হবে না বলেও দাবী করেন তিনি। পাশাপাশি,সায়নী ঘোষকে ইফির তলব প্রসঙ্গে নওশাদ বলেন আইনের উর্ধ্বে কেও নন।তাই উনি চাকরি বিক্রি করে থাকলে ওনার শাস্তি হবে। এদিন, পুনিশোলে আইএসএফের ১৪ জন প্রার্থীর সমর্থনে তিনি সভা করেন। সভায় ভীড়ও ছিল উপচে পড়া।তিনি ভীড়ে ঠাসা সভায় নিজের দলের কর্মী সমর্থকদের বলেন পঞ্চায়েত ভোটের প্রথম থেকেই শাসক দল তৃণমূল তাদের ঠেকাতে নানা চক্রান্ত করছেন। এমনকি মনোনয়ন দাখিল থেকে প্রতীক দেওয়া সব ক্ষেত্রে সরকারি আধিকারিকদের দিয়ে নানা বাধা দেওয়া হয়েছে। তবুও ঠেকাতে পারেনি আমাদের। এবার ভোটের দিনও আমাদের ঠাকাতে পারবে না। পুনিশোলের সব প্রার্থীরায় জয়ী হবেন বলে তিনি দাবি করেন।
দুয়ারে মেম্বার প্রকল্প চালু করার পথে হাঁটছে আইএসএফ। বাঁকুড়ার পুনিশোলে পঞ্চায়েত ভোটের প্রচারে এসে এই কথা ঘোষণা করেন আইএসএফ সুপ্রিমো নওশাদ সিদ্দিকী।

Leave a Reply