লক্ষীর ভান্ডার মমতা ব্যানার্জির বাপের টাকা নয় এটা আপনার আমার ট্যাক্সের টাকা বললেন শুভেন্দু অধিকারী।

Bangla circle news

বিজেপি করার অপরাধে লক্ষীর ভান্ডার বন্ধ করে দিলে তিনি দায়িত্ব নিয়ে চালু করে দিবেন এটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয় বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

আজ হুল দিবস, আর সেই হুল দিবস পালন বাঁকুড়ার রায়পুরে । শুক্রবার বিকেলে খাতড়ার এটিএম গ্রাউন্ড মাঠ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ ড. সুভাষ সরকার,বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ইনচার্জ বিবেকানন্দ পাএ,রাষ্ট্রিয় এসটি মোর্চার সম্পাদক ক্ষুদিরাম টুডু সহ অন্যান্যরা।এদিন মঞ্চে উপস্থিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে সুর চরান তিনি। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীরা প্রচারে গিয়ে বলছেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে!ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা নয়,কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা। আর মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিলে তার সুদ সমেত টাকা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিবেন তিনি। এর পাশাপাশি তিনি সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সায়নি ঘোষের এডির জেরা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আজ এই পবিত্র হুল দিবস উপলক্ষে ওই সব নোংরা নাম নিবেন না এর পাশাপাশি তিনি আর কি বললেন শুনুন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *