মেদিনীপুর রেঞ্জের বন বিভাগের অধীনে বিলুপ্তপ্রায় প্রজাতির ডোরাকাটা হায়নার
শনিবার দুপুরে মেদিনীপুর সদর ব্লকের বন বিভাগের মেদিনীপুর রেঞ্জের অধীনে মুড়াকাটা থেকে মিলল বিলুপ্তপ্রায় প্রজাতির ডোরাকাটা হায়নার মৃতদেহ উদ্ধার হল । এলাকাবাসীর কাছ থেকে জানা যায় শনিবার জঙ্গল থেকে বেরিয়ে মুড়াকাটা গ্রামে ঢুকে পড়ে। হায়না টি গ্রামে ঢুকে পড়া ওই হায়নাটিকে লাঠি সোটা নিয়ে তা করা এবং তার ওপর স্থানে কিছু মানুষ নৃশংস আক্রমণের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এই ঘটনার কিছুক্ষণের পরেই জঙ্গল এলাকায় থেকে ওই হায়নার মৃতদেহ উদ্ধার করে বনদপ্তর । এই বিষয়ে মেদিনীপুর বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনীষ যাদব জানান সোশ্যাল মিডিয়া য় এই হায়নাকে তাড়া করার ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের তারা করতে। হায়নার মাথাটা যেভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে বুঝা যাচ্ছে আহত অবস্থায় আয়নাটি দুর্ঘটনার শিকার হতেও পারে । আয়নাটি কে মারা হয়েছে নাকি পথ দুর্ঘটনা ফলে মৃত্যু হয়েছে । রবিবার হায়নাটির ময়নাতদন্ত করা হবে তারপরেই মৃত্যুর যথাযথ কারণ বোঝা যাবে । মেদিনীপুর রেঞ্জের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । এই ঘটনার প্রশ্ন উঠছে তাহলে এই জঙ্গলে হায়নার অস্তিত্ব রয়েছে ? তাহলে কি এই জঙ্গলে একটি হায়না ছিল নাকি আরো হায়না রয়েছে । অন্য কোথায় থেকে এসেছিল জঙ্গলে এই হায়নাটি। তদন্ত করে দেখা হচ্ছে এমনই জানিয়েছেন বনদপ্তর ।

Leave a Reply