আবারো জয়পুর জঙ্গলে প্রবেশ করল একটি দলছুট দাঁতাল হাতি,
আজ পশ্চিম মেদিনীপুর গড়বেতা জঙ্গল থেকে জয়পুর জঙ্গলে সারাদিন দাঁড়িয়ে বেড়ানোর পর অবশেষে জয়পুর ব্লকের তাঁতী পুকুর রাস্তা পার হয়ে প্রবেশ করলো শ্যামনগর গ্রাম পঞ্চায়েত এলাকার জঙ্গলে, তবে বহুদিন পর আবারো জয়পুর জঙ্গলে হাতির প্রবেশ হোয়াই, দু নম্বর রাজ্য সড়কের তাঁতী পুকুর এলাকার হাতি দেখার জন্য হাতি পেমি মানুষদের ভিড়। তবে জয়পুর ব্লকের শ্যামনগর গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রাম জঙ্গল লাগোয়া এবং জঙ্গলের ভেতর তাই একটু হলেও তারা এই দল ছুট দাঁতাল হাতির ভয়ে রয়েছেন তবে অবশ্য জয়পুর বনদপ্তরের কর্মীরা আগেভাগেই সতর্ক করেছেন যাতে তারা সন্ধ্যার পর সতর্ক হয়ে বাড়ি থেকে বের হয়। কারণ যে কোন সময় এই দল ছুট দাঁতাল হাতি প্রবেশ করতে পারে তবে অবশ্য এই দলছুট হাতির গতিবিধির উপর কড়া ভাবে নজর রেখে চলেছে জয়পুর বনদপ্তরের কর্মীরা এই দলছুট দাঁতাল হাতি যখন থেকে বিষ্ণুপুর ব্লকের জঙ্গলে প্রবেশ করেছে তখন থেকেই করা নজর দাড়ির মধ্য দিয়ে দল ছুট দাতাল হাতিটিকে জয়পুর জঙ্গল থেকে দ্বারকেশ্বর নদী পার করে সোনামুখীর জঙ্গলে পাঠাবেন। এমনটাই বনদপ্তর সূত্রে খবর। তবে এখন দেখার বিষয় রাত্রি হবার জন্য বনদপ্তরের কর্মীরা কতটা নজরদারি রাখতে পারে হাতির গতিবিধির উপর নাকি বনদপ্তরের কর্মীদের চোখকে ধুলো দিয়ে গ্রামের দিকে হাতি চলে আসে সেটাই এখন দেখার ।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
Leave a Reply